আপনার জীবনের একটি ভুল শেয়ার করবেন কি?
আপনার জীবনের একটি ভুল শেয়ার করবেন কি?
জীবনে সবাই কমবেশি ভুল করে, আর সেই ভুল থেকে শিক্ষা গ্রহন করে সামনে এগিয়ে যায় এবং সামনে সেরকম ভুল করবে না বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়। কিন্তু আমি সেই ভুল থেকে এখনও বের হতে পারিনি।
আমি যখন নবম শ্রেণিতে পড়তাম তখন আমার প্রিয় বন্ধু রিলেশনে জড়ায়, আমার আরেক বান্ধবীর সাথে! কিন্তু এত প্রিয় হওয়া সত্ত্বেও তারা ব্যাপারটি লুকিয়ে রাখে আমার কাছে! তাতেও আমার কিছু মনে হয়নি।
বন্ধু বিভিন্ন কারন দেখিয়ে প্রেমিকার সাথে দেখা করতে যায়,তার এমন কাজে আমি সবসময় নির্স্বার্থভাবে পাশে ছিলাম।
কিছুদিন পর, আমারও একটা মেয়েক ভালো লাগে এবং তাকে পটানোর জন্য কখনও তার বাড়ির পাশে কিংবা রাস্তায় দাড়িয়ে থাকতে হতো! এবং, এতে তার সহযোগিতা খহব প্রয়োজন ছিল কিন্তু সে তা করেনি, অনেকটা বেইমানি করেছিল। শুধু এটা নয়, যেকোন কাজে তার কোন সহযোগিতা আমি পাই নি।
এতেও আমি রাগি নাই কিন্তু সবচেয় খারাপ লাগে যখন, সে আমার তার বন্ধুত্বের দুর্বলতা নিয়ে হাসি ঠাট্টা, মজা করে।
তারপর থেকে ভাবতে থাকি, কার জন্য করলাম, কেন করলাম। এই প্রতিদানের জন্য! প্রতিদিন ভাবি আর কখনও করব না এমন কিছু কারো জন্য,কিন্তু পারি না। বন্ধু ডাক দিলে সব ভুলে যাই, তবে আগের মতো নই।