আপনার জীবনের কোন ঘটনাটি খুবই লজ্জাজনক এবং হাস্যকর?
আপনার জীবনের কোন ঘটনাটি খুবই লজ্জাজনক এবং হাস্যকর?
তখন আমি খুবই ছোট ছিলাম বয়স তখন ১০ নয়তো বার হবে আমাদের এলাকায় একটি মেয়ে ছিল দেখতে খুবই বকুৎসিত কালো এবং মোটা সেদিন তার কাকাতো বোনের বিয়ে ছিল এবং সে আমাদের প্রতিবেশী ছিল তার বোনের বিয়ে উপলক্ষে সে মেকআপ করেছিল এবং তাকে দেখতে আরো বিশ্রী দেখাচ্ছিল এবং এটা দেখে আমি এবং আমার বন্ধুরা খুবই হাসাহাসি করছিলাম তো আমি ভাবলাম একটা ছবি তুলে রাখি পরে এটা নিয়ে মজা করা যাবে তারপর মোবাইল ফোন নিয়ে গেলাম ছবি তোলার জন্য তো ওখানে ওই কালো মেয়েটার সাথে আরো অনেক মেয়েরা ছিল আমি কালো মেয়েটার পিক তোলার জন্য গিয়েছিলাম তার সাথে আরো অন্য মেয়েরাও ছিল। ফোনের ফ্ল্যাশ লাইট যে অন এটা আমার খেয়ালই ছিল না এর পর যেইনা ছবি তুলতে গেলাম ফোনে ফ্ল্যাশ লাইট জ্বলে উঠলো আমি ছবি তুলতে গিয়েছি তখন পাশের মেয়ে গুলা হয়তো ভাবছে যে আমি ছেছড়ার মত ওদের ছবি তুলতাছি। তখন এমন একটা লজ্জায় পড়ছি সেই কথা মনে পড়লে এখনো নিজের উপরে নিজে হাসি আর ১ মেয়ে তো বলেই দিল আমার মুখের উপর এই ছেলে কি করতেছ তুমি আমার বয়স দশ কি বার হবে আর ওরা সবাই সিনিয়র সেই সময় চরম একটা লজ্জায় পড়ছিলাম। লজ্জায় বিয়ে বাড়িতে দাওয়াত ছিল ওইখানেও যায়নি যদি ওদের মুখোমুখি হয়ে যায় তখন কি জবাব দিব। এ কথা মনে পড়লে এখনও নিজের উপর হাসি।