আপনার মন সবসময় অশান্ত থাকে কেনো, অশান্ত থাকার কারণ কী?
আপনার মন সবসময় অশান্ত থাকে কেনো, অশান্ত থাকার কারণ কী?
Add Comment
মানুষের মন দুই প্রকার। চেতন মন, আর অবচেতন মন। অবচেতন মনের কারসাজি বুঝা সহজ নয়। মানুষের মনের রহস্যের শেষ নেই। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি রহস্য আছে দুই জায়গায়। এক, মহাকাশে এবং দুই সমুদ্রের গভীরে। বলা হয়ে থাকে, মহাকাশ আর সমুদ্রের গভীরের চেয়ে বেশি রহস্য মানুষের মনে। মানুষের মন বড়ই জটিল।
আমার মন সব সময় অশান্ত থাকার কারন হচ্ছে আমি অনেক মিথ্যা বলি। মন্দ কাজ করি। মিথ্যা বলা এবং মন্দ কাজ করার জন্য এক ধরনের অপরাধ বোধ হয়। সেই অপরাধ বোধ থেকে মন সব সময় অশান্ত থাকে। মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় একদম। তিলে তিলে শেষ করে দেয়। মিথ্যা আমার রক্তের সাথে মিশে গেছে। রক্ত কে কি অস্বীকার করা যায়?