আপনার মানসিক তৃপ্তি দেয় কে?
আপনার মানসিক তৃপ্তি দেয় কে?
প্রথমেই আপনাকে এই ধরনের প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই
এখানে আমি আমার ব্যাক্তিগত মণের কথা গুলো বলছি (অনেকেই হয়তো আমার এই কথার সাথে সহমত হবেন না তবুও পরামর্শটি পরে দেখুন কিছুমাত্র উপকারে আসতে পারে)
প্রসঙ্গ যখন মানসিক তৃপ্তির, তখন আমি প্রথমেই বলতে চাই আমার কিছু প্রিয় সখের কথা( কবিতা লেখা, পুরোনো দিনের বাংলা গান শোনা ) হ্যাঁ আজকের এই ব্যস্ত–চঞ্চল জীবনে এতটুকু নিজের জন্য সময় বের করে অবসরে নিজের সুপ্ত প্রতিভা গুলো খুঁজে বের করে নিতে পারলেই কোনো মানুষের থেকেও অনেক বেশি তারা মানসিক তৃপ্তি প্রদান করতে পারে, তবে এই সুযোগ, সময় বা পরিস্থিতি এবং উপলব্ধি করার মতো মণ থাকা চাই, যদিও এই হৃদয় সবার আছে শুধু খুঁজে নেওয়ার তাগিদ টা সবার থাকে না। আমি আমার লেখালিখি কে সঙ্গী করেই অনেকটা মানসিক তৃপ্তি অনুভব করি, মণ খারাপ কিংবা মানসিক চাপ অনেকটা কমে যায় কবিতা লিখলে,সেই কবিতা আবৃত্তি করে ইউটিউব চ্যানেলে ( Yash’s Emotion) মাঝে মাঝে আপলোড করি যদি ইচ্ছে হয় আপনিও আমার আবৃত্তি শুনে দেখতে পারেন, আশা করবো খুব খারাপ লাগবে না.. তো যাইহোক, নিজেকে সময় দেওয়া, কোনো সৃষ্টিশীল কাজে নিজের মণ বসানো এই সবের মধ্যে দিয়েই আপনিও মানসিক তৃপ্তি অনুভব করতে পারেন।
ধন্যবাদ