আপনার সবচেয়ে ভয়ঙ্কর গোপনীয় অভিজ্ঞতা কী?
আপনার সবচেয়ে ভয়ঙ্কর গোপনীয় অভিজ্ঞতা কী?
Add Comment
অনেকদিন পর গ্রামের বাড়িতে গিয়েছিলাম। বাড়িতে বৌদি আছে যিনি অনেকটা রাশভারী এবং গম্ভীর টাইপের মানুষ। তো আমি এক ঘর থেকে আরেক ঘরে যাচ্ছি,,বৌদি হঠাৎ বলল যে তোমার গলার পাশে আচিল হইছে কবে? দেখি.. এ কথা বলেই উনি হঠাৎ করে আমার এত কাছাকাছি এসে আমার বুকের সাথে তার বুক ছুঁয়ে আচিল দেখতে লাগলেন.. আমি খুবই বিব্রত এবং হকচকিয়ে গিয়েছিলাম, ভাবছিলাম আমিই মনে হয়ে বেশি কাছে চলে গেছি, পরে নিজেকে ছাড়িয়ে দূরে সরতেই বৌদি একইভাবে আবার কাছাকাছি এসে আমার গলার আচিল দেখতে লাগলেন..পরে বললেন হোমিওপ্যাথি ঔষধ খেতে.. বিষয়টা আমার কাছে আতংকের ছিল যে আশেপাশে কেউ দেখে ফেলেছে কি না!! আমি নিজেও হকচকিয়ে গেছিলাম কারণ বৌদি কখনো এমন কান্ড করবে কল্পনাও করতে পারি নাই..