আপনার সামনে ঘটে যাওয়া সবচেয়ে বিব্রতকর কাজ কী ছিল?
আপনার সামনে ঘটে যাওয়া সবচেয়ে বিব্রতকর কাজ কী ছিল?
আমার কাজিনের ল্যাপটপে পর্ণ ট্যাব ওপেন করা ছিল৷ আমি তখনও জানতাম না কি জিনিস। গান শুনার জন্য নিয়েছিলাম। নিতান্ত কৌতুহল বশেই সেখানে ক্লিক করি। যেটুকু মনে পড়ে লিখা ছিল ট্রিক অর ট্রিট উইথ মাই সিস্টার্স ফ্রেন্ড। চালু করাতেই জীবনের সবচেয়ে বাজে জিনিস দেখি৷ এই অভিজ্ঞতা এবারই প্রথম। তবে জানি না যে সাউন্ড অন করা ছিল। উনি আমার সামনেই বসে ছিলেন। আওয়াজ শোনার সাথে সাথে তাড়াতাড়ি করে ল্যাপটপ ছিনিয়ে নিলেন। সেদিন থেকে আজ পর্যন্ত উনার সাথে ভালো করে কথা বলি নি।
খুব কাছের এক আত্নীয়ের বিয়েতে গিয়েছিলাম। বেশি এক্সাইটেড ছিলাম তাই দুইদিন আগেই চলে গিয়েছি। কিন্তু যাওয়ার পর দেখলাম কেউ আমার সাথে ভালো করে কথা বলছে না। এক্সাইটমেন্ট ধীরে ধীরে কমতে লাগলো। বিয়ের দিন রাতে বাসায় (উনাদের) এসে খুবই ক্লান্ত বোধ করছিলাম। ভাত খেতে ডাকার সময় বলি আমি খাব না ক্লান্ত লাগছে৷ এক আন্টি তখন ভেংচি কেটে বলে “কিছু তো করো নাই এতো ঢং কিসের, খাইলে খাও নাইলে যাও৷ শহর থেকে আসছে ভাব ধরছে যেনো বিদেশী”। রুমে বসেই কেঁদেছিলাম অনেকক্ষণ। আর যাই নি এভাবে কারো বিয়েতে।