আপনি আজ কী বলতে চান?
জ্ঞান শক্তি নয় (Knowledge is not power.)
আমি যদি বলি Knowledge is not power. তাহলে আপনারা বলবেন এই পাগল ছেলে কী বলে।
আপনাদের মনের মধ্যে কি সন্দেহ তৈরি হয়েছে?
তাহলে আমি উত্তর দিচ্ছি এখন। Knowledge is not power কথাটি ১০০% সত্য। হ্যাঁ, Knowledge is not পাওয়ার only potential Knowledge is power.তার মানে কী?
আমরা বই পড়ি, ভিডিও দেখি,কোর্স করি কিন্তু আমরা সেগুলো আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করি না কিংবা সেই জ্ঞান দ্বারা মানুষের উপকার করি না।আমরা সেই জ্ঞানগুলো লেখালেখি কিংবা ভিডিও তৈরির মাধ্যমে প্রকাশ করি না। মানে সেই নলেজটা অকেজো হয়ে যায়, মৃত্যু বরণ করে আমাদের মধ্য থেকে।
তো এইজন্য Knowledge is not power. Only potential Knowledge is power.
এখন পটেনশিয়াল নলেজের মানে কী?
পটেনশিয়া নলেজের মানে হলো, আপনি মনে করেন একটা বই পড়ছেন। তো এখন আপনার কী করা উচিত?
আপনার উচিত বই পড়ে যেগুলো শিখছেন সেগুলো অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়া।যাতে অন্য মানুষ আপনার লেখা বা ভিডিও দেখে উপকৃত হতে পারে।
যেমন এখন একটা বই পড়ছেন। তো এখন আপনার কী করা উচিত?
আপনার উচিত সেই বইটা নিয়ে মানুষের সাথে কথা বলা, রিভিউ দেওয়া। কিংবা একটা ভিডিও করে ইউটিউবে আপলোড দেওয়া।
তাহলে আপনি যেই জ্ঞানটা অর্জন করেছেন অন্য মানুষও জানতে পারলো। ফলে অন্য মানুষেরও উপকার হল।
তো এইজন্য, only potential Knowledge is power.
যে জ্ঞানটা অন্য মানুষের উপকারে আসবে। যে জ্ঞানটার মাধ্যমে আপনি আপনার ট্যালেন্টগুলো শো করতেছেন মানুষের মধ্যে। যার মাধ্যমে আপনার নেটওয়ার্কিংও গ্রোথ হচ্ছে। মানুষ আপনাকে ভাল পাচ্ছে। মানুষের উপকার হচ্ছে।
এইজন্য knowledge is power এই কথাটা ভুলে যান। Only potential Knowledge is power.