আপনি জীবনে খুব দেরিতে কী শিখেছেন?
আপনি জীবনে খুব দেরিতে কী শিখেছেন?
Add Comment
আমি জীবনে দেরিতে শিখেছি সময়ের মুল্য দেওয়া।আর জীবনে বুঝতে দেরি লেগেছে নিজেকে।আমি স্কুলে পড়ি তখন আমি ভাবতাম আমি একজন প্রকৃতিবিদ হতো।
তারপর একটু বড় হলে মাঠে বেড়াতে যেতাম যখন মাঠের অবস্থা দেখে মনে হতো এই সম্যসার সমাধান একদিন আমি করবো।তাই একদিন আমি ভাবলাম কৃষি নিয়ে পড়ে কৃষিবিজ্ঞানী হবো।আর অনেক আধুনিক প্রযুক্তি তৈরি করবো।যাতে কৃষকদের কষ্ট লাঘব হয়।
আর এখন আমার ইচ্ছে হচ্ছে সারাপৃথিবীকে ঘুরে দেখা।আর কৃষিবিদ আর প্রকৃতিবিদ দুইটার ক্ষেত্রেই এটা একটা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।কারন সারাবিশ্ব ঘুরলেই প্রকৃতি আর সারা পৃথিবীর কৃষি ব্যবস্থা সম্পার্কে জানতে পারবো আর নতুন নতুন আইডিয়া পাবো।