আপনি নিজের সম্পর্কে ৫টি খারাপ জিনিস লিখতে পারবেন কি?
আপনি নিজের সম্পর্কে ৫টি খারাপ জিনিস লিখতে পারবেন কি?
Add Comment
যে বা যারা বলেন বাঙালি নাকি আত্মসমালোচনা পছন্দ করে না, তাদের সকলকে কোরার এই প্রশ্নটি এবং তার ২১টি উত্তরের লিঙ্ক পাঠাবো ঠিক করেছি। নিজের সম্পর্কে ভালো কথা লিখতে বলা হলেও এতটা আহ্লাদিত হই না, বরং বেশ একটু লজ্জা লজ্জাই লাগে। তাই আজ নিন্দুকের মুখে ছাই ঢেলে এই প্রশ্নের ২২তম উত্তরটা লিখেই ফেললাম।
- নিজের যে গুণটির (পড়ুন বেগুন) জন্য আমাকে সবথেকে বেশি বিড়ম্বনায় পড়তে হয় তা হলো, আমি ‘না’ বলা শেখাটা একদম রপ্ত করতে পারিনি। অর্থাৎ ইচ্ছা থাকুক বা নাই থাকুক হাসি মুখে অনুরোধে ঢেঁকি গেলার মতো অবস্থা আমার নিত্য-নৈমিত্তিক ঘটনা। মনের মধ্যে একটাই চিন্তা তখন “আহারে, আমি না বললে কত দুঃখই না পাবে।” ভাব খানা এমন, যেন আমার কথায় পৃথিবী সুদ্ধু সকল মানুষের শোকে মুহ্যমান হয়ে পড়ার এক গুরুদায়িত্ব রয়েছে।
- আমি ভীষণ চিন্তাপ্রবণ মানুষ। বলা ভালো, দুশ্চিন্তা প্রবণ। তার সাথে যোগ হয়েছে দ্বিধা-দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব বা ডিলেমাকে আমি এমন এক শিল্পের পর্যায় নিয়ে গেছি যে কলেজ থেকে বাড়ি ফেরার সময় মেট্রো থেকে শ্যামবাজারে নামবো নাকি বেলগাছিয়া (আমার বাড়ি এই দুই স্টেশন থেকেই সমান দূরত্বে), সেটা নিয়ে চিন্তা করতে করতে দেখি মেট্রো অন্তিম স্টেশন দমদমে পৌঁছে গেছে।
- গাছে কাঁঠাল, গোঁফে তেল-এই প্রবাদের জ্বলন্ত উদাহরণ আমি। শুধু তাই নয়, ভালো-খারাপ দুই অবস্থানের ক্ষেত্রেই সমান পারদর্শী। মানে, সামান্য জ্বর হলে যেমন নিউমোনিয়া, হাসপাতাল, ভেন্টিলেশন পর্যন্ত ভেবে নেওয়ার দক্ষতা আছে, তেমনই পোস্ট ডকের জন্য এপ্লিকেশন মেইল করার সাথে সাথে কোথায় থাকবো, কী খাবো, উইকেন্ডে কোথায় যাবো তার নিখুঁত পরিকল্পনার ব্লুপ্রিন্ট তৈরী করার এলেমও আছে।
- দোষের মধ্যে আরও একটি আছে বটে। মনের ভিতরে যতই রাগ হোক না কেন, মুখ দেখে কিচ্ছুটি বোঝা যাবে না। মনে করুন বাসে আমার সিটের পাশে অধিকাংশ জায়গা নিয়ে কোনো কাকু বা কাকিমা বসে আছেন, আর আমি সিটের কোনায় ক্যালেন্ডারের মতো কোনরকমে ঝুলতে ঝুলতে নিজের মনেই কাকু/কাকিমার মুন্ডপাত করছি। অথবা কোনো পরিস্থিতিতে কারোর ওপরে রাগে সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে, তাও মুখ দিয়ে একটা বাক্যও বেরোবে না। বড়জোর কান দুটো পিকাচু বা অন্য কোনো কার্টুনের মতো লাল হয়ে যাবে। কী ঝামেলা বলুন দেখি। রাগ হলে মারপিট করে নাও ঝগড়া করে নাও, মিটে যাবে। তা না সুপ্ত আগ্নেয়গিরি হয়ে ঘুরে বেড়াও।