আপনি মানুষকে কী বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়েছেন?
আপনি মানুষকে কী বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়েছেন?
Add Comment
- ডিওর গন্ধ শুঁকে মেয়েরা পটেনা।
- মেয়েদের না মানে না। না-র অন্য মানে হয়ে না।
- ক্যোরা কোনো মতেই Tinder/ ডেটিং এ্যাপ/ম্যাট্রিমনিয়াল সাইট নয়।
- মেয়েরা একটা অচেনা অজানা ছেলের পুরুষাঙ্গ দেখতে কোন মতেই আগ্রহী নয়।
- কোন মেয়ে আপনার লেখা আপভোট করলে, ছবি লাইক করলে বা আপনাকে অনুসরন করলে তার মানে এই নয় যে সে আপনাকে পছন্দ করে বা ভালোবাসে।
- খোলামেলা পোশাক পড়লেই সেই মেয়ে আপনার সঙ্গে রাত কাটাতে রাজি নয়।
এগুলো আমি মেয়েদের বুঝিয়ে ক্লান্ত
- সব ছেলেরা ধর্ষক নয়।
- সব ছেলেরা সারাদিন যৌনতা নিয়ে ভাবে না।
- মানুষ মনের কথা পড়তে পারে না তাই সোজা কথাটা সোজা ভাবে বললে ভুল বোঝাবুঝি কম হবে, অনেক নাটক কম হবে, অনেক সময়ে বাঁচবে এবং হতে পারে অনেক আসবাবপত্র আস্ত থাকবে।
- কেউ খারাপ ইঙ্গিত দিলে বা খারাপ ভাবে ছুলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। মেয়ে মানেই দুর্বল নয়।
এগুলো আমি ছেলে মেয়ে নির্বিশেষে বলে বলে ক্লান্ত
- সমকামীতা কোন মানষিক রোগ নয়।
- Demisexuality( কেবল মাত্র যাকে ভালোবাসি তার প্রতি যৌন আগ্রহ) বা asexuality( কোন যৌন বাসনা অনুভব না করা) অস্বাভাবিক কিছু নয়।
- যৌন মিলন সব সময় খারাপ জিনিষ নয়।
- পালিয়ে বিয়ে করাটা সব সময়ে ঠিক নয়। কখনো কখনো বড়রা যেটা বোঝেন এবং বলেন তা একদম ঠিক হতে পারে।
- নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ের কথা ভাববে না। বাবা মা টাকা দিয়ে খাওয়াচ্ছে মানে এটা নয় তারা আর একজনকে খাওয়াতে পারবে। নিজে রোজগার করলে কেউ তোমার উপর খবরদারি করতে পারবে না, তখন শ্বশুর বাড়িতে তোমার প্রতি অন্যায় হলে তা মুখ বুজে সহ্য করতে হবে না।
- বিবাহবিচ্ছেদ করা মানে সব সময়ে সে খারাপ মানুষ তা নয়।
- বিয়ে না করে এক সঙ্গে থাকাটা পাপ নয়।
- ছেলেরাও নারীবাদী (feminist) হতে পারে।
- কম্পিউটার স্ক্রিনের আড়ালের মানুষটা আর যে উত্তর লিখছে, দুজন এক মানুষ নাও হতে পারে।