আমাদের চিন্তাধারা কেমন হলে মানুষের সাথে কখনো ঝামেলা হবে না?
আমাদের চিন্তাধারা কেমন হলে মানুষের সাথে কখনো ঝামেলা হবে না?
Add Comment
কিছু বিষয় থাকে, যেটা মাথায় রেখে চলতে হয়। তবে কখনও কখনও আমরা এসব পরিহার করতে পারিনা। যেমন :
- শিক্ষকে নিজের শিক্ষকই মনে করুন। অতিরিক্ত ক্লোজ হলে ভুলে বেয়াদবি চলে আসতে পারে।
- অন্যের মতামতকে গালি দিয়ে নয়, যুক্তি ও তথ্যসমৃদ্ধ প্রমাণ দিয়ে বিচার করুন।
- ধর্ম পালন করুন, কোনো ধর্ম ভালো না লাগলে কইরেন না। কিন্তু কোনো ধর্ম নিয়ে কটুক্তি বা সমালোচনা পরিহার করুন।
- যে ব্যাপারে জানেন না, সে ব্যাপারে কথাবার্তা বা আলোচনা বাদ দিন। তবে শেখার জন্য হলে কাউকে জিজ্ঞাসা করুন।
- যদি মনে করেন, তর্ক করলে নিজের মান ক্ষুন্ন হওয়ার সম্ভাবনা আছে, সেসব মূর্খ মানুষের সঙ্গে তর্কে এড়িয়ে চলুন।
- রাজনীতি করলে নিজের দলের সমালোচনা করতে শিখুন। সমালোচনা না করতে পারলে রাজনীতি করার দরকার নেই।
- অযৌক্তিক কথাবার্তা বলে নিজেকে বিতর্কিত করবেন না।
- কোনো অনুষ্ঠানে গেলে সর্বপ্রথম সেই অনুষ্ঠানের পরিবেশ বুঝে কিছু বলবেন অথবা মন্তব্য করবেন।
সর্বোপরি, সম্পর্ক ভালো রাখা মানে অন্যায়ের সঙ্গে আপোস করা নয়। এটা ব্যক্তিত্বহীনতায পরিচয়।