আমার ঘরে মোবাইলের নেটওয়ার্ক সিগন্যাল দুর্বল, কীভাবে আমি ফুল নেটওয়ার্ক পেতে পারি ?
আমার ঘরে মোবাইলের নেটওয়ার্ক সিগন্যাল দুর্বল, কীভাবে আমি ফুল নেটওয়ার্ক পেতে পারি ?
Add Comment
ভালো হয় অন্য যে অপারেটরের নেটওয়ার্ক ভালো তাদের একটি সিম কিনে নেওয়া। কিন্তু আপনি যদি তা না চান তাহলে ঘরে একটি ডিভাইস বসালেই নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যা দূর হয়ে যাবে। মোবাইল ফোন নেটওয়ার্ক সিগনাল দুর্বলতা কমাতে বহনযোগ্য ডিভাইস বিক্রি করছে টেলিযোগাযোগ পণ্য নির্মাতা এরিকসন। অভ্যন্তরীণ নেটওয়ার্ক সিগন্যাল বাড়াতে সক্ষম এরিকসন রেডিও ডট সিস্টেম গত বছরের শেষ নাগাদ বাজারে এসেছে। এটি না পেলেও একই ধরণের আরও অন্য ডিভাইস কিনতে পারেন। ঢাকার কম্পিউটার মার্কেটগুলোতে এসব ডিভাইস পাওয়া যেতে পারে। ধন্যবাদ
পরামর্শ দিয়েছেন
মিজানুর রহমান সোহেল
প্রযুক্তি সাংবাদিক