আমার বিবাহ বিচ্ছেদ হয়েছে কয়েক বছর আগে। এখন আমার বয়স ৫৭ বছর। সম্প্রতি আমি আমার এক বয়ফ্রেন্ডের সাথে যৌনসঙ্গম এবং অন্যান্য যৌন আচরণ করে থাকি। সে আমার চেয়ে কয়েক বছরের ছোট। যৌন মিলনের জন্য সে সদা তৎপর আচরণ করে। কিন্তু যৌন সঙ্গম করার পরআমি অনুভব করি আমার যোনিতে শুষ্কতার কারণে এবং পেনিসের ঘর্ষণজনিত কারণে এক ধরনের ঘা হয়ে গেছে। ফলে আমার কয়েকদিন পর্যন্ত হাঁটতে অসুবিধা হয়।

আমার বিবাহ বিচ্ছেদ হয়েছে কয়েক বছর আগে। এখন আমার বয়স ৫৭ বছর। সম্প্রতি আমি আমার এক বয়ফ্রেন্ডের সাথে যৌনসঙ্গম এবং অন্যান্য যৌন আচরণ করে থাকি। সে আমার চেয়ে কয়েক বছরের ছোট। যৌন মিলনের জন্য সে সদা তৎপর আচরণ করে। কিন্তু যৌন সঙ্গম করার পরআমি অনুভব করি আমার যোনিতে শুষ্কতার কারণে এবং পেনিসের ঘর্ষণজনিত কারণে এক ধরনের ঘা হয়ে গেছে। ফলে আমার কয়েকদিন পর্যন্ত হাঁটতে অসুবিধা হয়।

Doctor Asked on March 27, 2015 in যৌনমিলন.
Add Comment
1 Answer(s)

    এ সমস্যাটি হওয়ার পেছনে মূলত আপনার যোনিতে তীব্র শুষ্কতাই মূল কারণ। তীব্র শুষ্কতা অনেক মেডিকেল জটিলতার কারণে হতে পারে। আপনার ক্ষেত্রে ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদ একটি গুরুত্বপূর্ণ মানসিক চাপহিসেবে ভূমিকা রাখছে সেই সাথে দেখতে পাচ্ছি আপনার মনোপজ বা রজঃনিবৃত্তিও হয়ে গেছে। এই উভয় কারণে যোনি শুষ্কতার ব্যাপারটিআপনার ক্ষেত্রে অতি তীব্র। আপনার উচিত যৌনমিলনের পূর্বে অথবা যৌনমিলনের সময় আর্দ্রতাকারক তরল বা ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। তবে যে প্রোডাক্টস আপনি ব্যবহারকরবেন তা ‘পিএইচ’ জেনে নিনএবং আপনার জন্য তা এ্যালার্জি বা স্পর্শকাতরতার সূচনা করবে কিনা তা জেনে নিন। যৌনমিলনের পূর্বে ভুলেও কখনও ক্ষারধর্মী সাবান বা এসিডধর্মী কোনো প্রোডাক্টস দিয়ে যোনি পরিষকার করবেন না। এতে করে যোনিতে এরিটেশন বা জ্বালাপোড়ার উদ্রেক হতে পারে। আরেকটি ব্যাপার আপনার ক্ষেত্রে জেনে রাখা প্রয়োজন সেটি হল যোনির কোষকলা বয়সজনিত কারণে কিছুটা পাতলা হয়ে যায় এবং স্থিতিস্থাপকতাওআগের চেয়ে কমে যায়। তাই আপনি অবশ্যই সঙ্গম করতে হলে ভাল লুব্রিকেন্টস ব্যবহার করবেন

    Professor Answered on March 27, 2015.
    Add Comment
  • RELATED QUESTIONS

  • POPULAR QUESTIONS

  • LATEST QUESTIONS

  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.