আমার বয়স ৪২ বছর। যৌনমিলনকালীন সময়ে আমার যোনিতে শুষ্কতা বিরাজ করে। এটির মাত্রা এতই বেশি যে, ইন্টারকোর্সের সময় আমি ব্যথা অনুভব করি এবং প্রত্যেকবার স্বামী যখন সঙ্গমের জন্য আমায় ডাকে আমি তার ডাকে সাড়া দিতে ভয় পাই। আমি টেন্স অনুভব করি শুষ্কতা আরো বেড়ে যায়আমার কি করা উচিত?
আমার বয়স ৪২ বছর। যৌনমিলনকালীন সময়ে আমার যোনিতে শুষ্কতা বিরাজ করে। এটির মাত্রা এতই বেশি যে, ইন্টারকোর্সের সময় আমি ব্যথা অনুভব করি এবং প্রত্যেকবার স্বামী যখন সঙ্গমের জন্য আমায় ডাকে আমি তার ডাকে সাড়া দিতে ভয় পাই। আমি টেন্স অনুভব করি শুষ্কতা আরো বেড়ে যায়আমার কি করা উচিত?
একটু আগেই আমরা উল্লেখ করেছি যে, যোনি শুষ্কতা একটি খুব প্রচলিত মেডিকেল জটিলতা যা শতকরা ৯৫ ভাগ নারীর জীবনে কোনো না কোনো পর্যায়ে ঘটতে পারে। এটির মূল কারণ হরমোন লেবেলের তারতম্যতা। যখন এস্ট্রোজেন লেবেল কমে যায় তখন সংবেদনশীল ও স্পর্শকাতর এলাকাগুলোতে আর্দ্রতাও অনেক মাত্রায় হ্রাস পায়। অনেক ধরনের মেডিকেল কন্ডিশনের জন্য এস্ট্রোজেন হরমোনের লেবেল কমতে পারে। এর মাঝেরজঃনিবৃত্তি বা মনোপজ একটি উল্লেখযোগ্য কারণ। অন্যান্য কারণের মাঝে রয়েছে খাদ্যাভ্যাসজতি নানা সমস্যা, স্ট্রেস বা মনোদৈহিক চাপ, শরীরের অস্ত্রোপচার যেমন-জরায়ু বা ওভারি অপসারণ করা, কেমোথেরাপি জাতীয় চিকিৎসা ব্যবস্থাপনা ইত্যাদির কারণে যোনিতে শুষ্কতা বিরাজ করতে পারে। আপনার ক্ষেত্রে একেবারে সঠিক কারণ কোনটি তা আন্দাজ করে বলা মুশকিল। তবে টেন্স অনুভব করা বা অতিরিক্ত টেনশন বামানসিক চাপ এক্ষেত্রে মুল ভূমিকা রাখতে পারে। আপনি যেহেতু ইন্টারকোর্সের সময় ব্যথাঅনুভব করেন তাই আপনার উচিত অবিলম্বে মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেয়া।
যৌনিতে শুষ্কতা বিরাজ করা একটি মেডিকেল জটিলতা। কতক দম্পতিদের ক্ষেত্রে এই সাধারণ মেডিকেল জটিলতা দাম্পত্যজীবনে কলহসহ ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদ পর্যন্ত করাতে পারে। অধিকন্তু যাদের অতিরিক্ত মাত্রায় যৌনিতে শুষকতা সবসময় বিরাজ করে তাদের ক্ষেত্রে যোনিতে জীবাণুজনিত সংক্রমণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই উপযুক্ত সময়ে অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া দম্পতিদেরঅবশ্যই কর্তব্য।
অধ্যাপক ডা. এ এইচ মোহাম্মদ ফিরোজ
এমবিবিএস এফসিপিএস এমআরসিপি এফআরসিপি