আমার শোবার ঘরটিকে আরও উজ্জ্বল করতে হলে কী রঙ ব্যবহার করা উচিত?
আমার শোবার ঘরটিকে আরও উজ্জ্বল করতে হলে কী রঙ ব্যবহার করা উচিত?
Add Comment
আপনার শোবার ঘরটিকে উজ্জ্বল করতে চাইলে ব্রাইট কোনো রঙ ব্যবহার করতে পারেন। যেমন গোলাপি, সাদা, আকাশী, অফ হোয়াইট ইত্যাদি। এক্ষেত্রে ডার্ক কালার যেমন নীল, নেভি ব্লু, ধূসর ইত্যাদি রঙ ব্যবহার না করাই শ্রেয়। এগুলো ঘরকে আরও বেশি অন্ধকার করে তোলে।
ঘরকে উজ্জ্বল করার জন্য কালারের পাশাপাশি বিভিন্ন রঙীন লাইটও ব্যবহার করতে পারেন। ধন্যবাদ