আমি কিভাবে আমার লক্ষ্যকে উন্নতির দিকে স্থির রাখব?
আমি কিভাবে আমার লক্ষ্যকে উন্নতির দিকে স্থির রাখব?
Add Comment
উন্নতি কি?ভালো চাকরি?ভালো ব্যবসা?অনেক টাকা?নাকি ক্ষমতাপ্রাপ্ত হওয়া?হবে সব হবে।তবে বসে থাকবেন না হবে ভেবে। তো যেটার জন্য এগোছ্ছেন ঐটার কথাই ভাবুন,চেষ্টা করুন হয়ে যাবে।লক্ষে না পৌছানো পর্যন্ত থামা উচিত না।ঐটা মনে রাখুন।একটা কথা সবার মনে রাখা দরকার ঐটা হল যদি ভাবন যে আরেকজনকে বাশ দিয়ে বা বর্বাদ করে দিয়ে আমি ওপরে উঠব।তাহলে মনে রাখবেন ঐ ওঠার পরিণতি তেমনি হবে যেমনটা ইতিহাসের হিংস্র ব্যক্তিদের হয়েছে।