আর্টস নিয়ে পড়লে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারব কি?

    আর্টস নিয়ে পড়লে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারব কি?

    Doctor Asked on October 31, 2016 in সাধারণ.
    Add Comment
    2 Answer(s)

      আমার জানামতে বাংলাদেশে সব বিশ্ববিদ্যালয়েই CSE এ আবেদনের প্রাথমিক যোগ্যতা হচ্ছে SSC ও HSC তে বিজ্ঞান বিভাগ নিয়ে পাশ করা। তাই মানবিক থেকে HSC পাশ করে আপনি CSE তে ভর্তি হতে পারবেন না। তবে আপনি চাইলে ১ বছর মেয়াদী Diploma in Computer Science করতে পারবেন। একাডেমিক ক্যারিয়ার এবং প্রফেশনাল ক্যারিয়ার দুটি ভিন্ন জিনিস। আপনি যে বিষয়ে পড়বেন সে বিষয়কেই যে আপনাকে পেশা হিসাবে বেছে নিতে হবে, এমন কোন নিয়ম তো নেই। আমি একজনের কথা শুনেছি যিনি একজন ডাক্তার হয়েও পেশা হিসাবে বেছে নিয়েছেন ফটোগ্রাফিকে এবং সেখানে তিনি সফল। তাই আপনি যদি সত্যি সত্যি নিজেকে একজন software engineer হিসাবে দেখতে চান, তাহলে আপনি আরো মন দিয়ে coding শিখুন। পাশাপাশি Analytical ability, logical deduction, debugging capacity, adaptability, mathematic proficiency, patience, perfection এগুলোরও দরকার আছে। আপনাকে Java, Python, Javascript, rubi, perl, shell scripting এগুলোও জানতে হবে। নিজে নিজে চেষ্টা করুন বড় কয়েকটি প্রজেক্ট করতে। ইন্টারনেট থেকে বিভিন্ন programming contest এর problem solve করার চেষ্টা করুন। এখন আমাদের দেশের অনেকেই আউটসোর্সিং এ প্রজেক্ট ভিত্তিতে অনেক ভালো ভালো কাজ করেন। সম্ভব হলে কোন আউটসোর্সিং ফার্মের সাথে কাজ করুন। এতে আপনার কাজ শেখাও হবে আবার নতুন টেকনোলজি, Programming style, debugging tools এর সাথে পরিচিতিও ঘটবে। তবে এসব কিছু ত আর একদিনে হবে না। এতে দীর্ঘদিনের সাধনা লাগবে। আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড Humanities হওয়ার কারণে আপনাকে বারবার নিজেকে প্রমাণ করতে হবে। কিন্তু আপনার সত্যিকারের আগ্রহ, চেষ্টা, উদ্যম, আন্তরিকতা ও পরিশ্রমই আপনাকে নিয়ে যাবে সাফল্যের সোনালী জগতে। শুভকামনা রইলো।

      Professor Answered on October 31, 2016.
      Add Comment

        আমার জানামতে বাংলাদেশে সব বিশ্ববিদ্যালয়েই CSE এ আবেদনের প্রাথমিক যোগ্যতা হচ্ছে SSC ও HSC তে বিজ্ঞান বিভাগ নিয়ে পাশ করা। তাই মানবিক থেকে HSC পাশ করে আপনি CSE তে ভর্তি হতে পারবেন না। তবে আপনি চাইলে ১ বছর মেয়াদী Diploma in Computer Science করতে পারবেন। একাডেমিক ক্যারিয়ার এবং প্রফেশনাল ক্যারিয়ার দুটি ভিন্ন জিনিস। আপনি যে বিষয়ে পড়বেন সে বিষয়কেই যে আপনাকে পেশা হিসাবে বেছে নিতে হবে, এমন কোন নিয়ম তো নেই। আমি একজনের কথা শুনেছি যিনি একজন ডাক্তার হয়েও পেশা হিসাবে বেছে নিয়েছেন ফটোগ্রাফিকে এবং সেখানে তিনি সফল। তাই আপনি যদি সত্যি সত্যি নিজেকে একজন software engineer হিসাবে দেখতে চান, তাহলে আপনি আরো মন দিয়ে coding শিখুন। পাশাপাশি Analytical ability, logical deduction, debugging capacity, adaptability, mathematic proficiency, patience, perfection এগুলোরও দরকার আছে। আপনাকে Java, Python, Javascript, rubi, perl, shell scripting এগুলোও জানতে হবে। নিজে নিজে চেষ্টা করুন বড় কয়েকটি প্রজেক্ট করতে। ইন্টারনেট থেকে বিভিন্ন programming contest এর problem solve করার চেষ্টা করুন। এখন আমাদের দেশের অনেকেই আউটসোর্সিং এ প্রজেক্ট ভিত্তিতে অনেক ভালো ভালো কাজ করেন। সম্ভব হলে কোন আউটসোর্সিং ফার্মের সাথে কাজ করুন। এতে আপনার কাজ শেখাও হবে আবার নতুন টেকনোলজি, Programming style, debugging tools এর সাথে পরিচিতিও ঘটবে। তবে এসব কিছু ত আর একদিনে হবে না। এতে দীর্ঘদিনের সাধনা লাগবে। আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড Humanities হওয়ার কারণে আপনাকে বারবার নিজেকে প্রমাণ করতে হবে। কিন্তু আপনার সত্যিকারের আগ্রহ, চেষ্টা, উদ্যম, আন্তরিকতা ও পরিশ্রমই আপনাকে নিয়ে যাবে সাফল্যের সোনালী জগতে। শুভকামনা রইলো।

        Professor Answered on October 31, 2016.
        Add Comment
      • RELATED QUESTIONS

      • POPULAR QUESTIONS

      • LATEST QUESTIONS

      • Your Answer

        By posting your answer, you agree to the privacy policy and terms of service.