ইসলামের ইতিহাসে স্বর্নযুগ বলা হয় কোন আমলকে?
ইসলামের ইতিহাসে স্বর্নযুগ বলা হয় কোন আমলকে?
Add Comment
সাহাবীগণের যুগকে প্রথম যুগ, তাবেয়ীগণের যুগকে দ্বিতীয় যুগ এবং তাবে তাবেয়ীগণের যুগকে তৃতীয় যুগ বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ তিন যুগকে খইরুল কুরুন বা উত্তম যুগ বলে উল্লেখ করেছেন। মুহাদ্দেসীনে কেরাম এ তিন যুগের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নবুওয়াত প্রাপ্তি ও সাহাবাগণের যুগ অর্থাৎ 110 হিজরী সাল পর্যন্ত প্রথম যুগ, 111 হিজরী সাল থেকে 170 হিজরী সাল পর্যন্ত দ্বিতীয় যুগ এবং 171 হিজরী সাল থেকে 220 হিজরী সাল পর্যন্ত তৃতীয় যুগ। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নবুওয়াত প্রাপ্তি হতে 220 হিজরী বা তৃতীয় হিজরী শতকের প্রথমার্ধ পর্যন্ত সময়কাল কে ইসলামের ইতিহাসের স্বর্ণ যুগ বলা হয়।