উদারবাদী মানসিকতা মানুষের মাঝে কিভাবে জন্ম নেয়?
উদারবাদী মানসিকতা মানুষের মাঝে কিভাবে জন্ম নেয়?
Add Comment
- মানুষ যখন স্বাধীনচেতা পরিবেশে বড় হয়।
- যখন মানুষ বাকস্বাধীনতা ও ব্যক্তি-স্বাধীনতার চর্চা করতে সক্ষম হয়।
- মানুষ যখন বৈচিত্রের মধ্যে থাকে।
- যখন মানুষ একটি গণতান্ত্রিক এবং পরমত সহিষ্ণু সমাজে বড় হতে পারে।
- যখন মানুষ ক্ষুদ্র স্বার্থকে জলাঞ্জলি দিয়ে বৃহত্তর স্বার্থের দিকে ধাবিত হন।
- মানুষের মধ্যে যখন আত্মসমালোচনা, আত্মসচেতনতা,আত্মনিয়ন্ত্রণবাদ,আত্মশুদ্ধি এবং শুভবুদ্ধির বোধ তৈরি হয়,তখন মানুষ উদার হয়ে ওঠেন।
- পরিবার থেকে যখন মানুষকে কোন কিছু চাপিয়ে দেয়া হয়না,তখন মানুষ উদারতার দীক্ষা নিতে শেখে।
- যখন মানুষ ধীরে ধীরে মানবিক মূল্যবোধসম্পন্ন হয়ে ওঠেন।
- যখন মানুষ শুধুমাত্র নিজেকে নিয়ে না ভেবে সমগ্র মানবজাতিকে নিয়ে ভাবেন।
- যখন মানুষ ঠুনকো জিনিসের ঊর্ধ্বে উঠতে পারেন।
- যখন মানুষ জ্ঞানের আলোয় আলোকিত হন।
- যখন মানুষ রক্ষণশীলতা এবং কুসংস্কারাচ্ছন্নতার ঊর্ধ্বে উঠে পরিবর্তন এবং নতুনত্বকে গ্রহণ করতে পারেন।
- মানুষ যখন অধিক পরিমাণে রেশনাল এবং বিজ্ঞান মনস্ক হয়ে ওঠেন।