একজন ভালো ছেলে সহজে প্রেমিকা পায় না কেন?
একজন ভালো ছেলে প্রেমিকা পায় না এটা সম্পূর্ণ ভুল কথা। মেয়েরা বরং এবজন ভালো এবং সৎ পুরুষকেই জীবনসঙ্গী করার জন্য খুঁজে থাকেন। এটা ঠিক যে নারীরা রোমান্টিকতা অনেক বেশি পছন্দ করেন যা ভালো ছেলেরা দেখাতে লজ্জা পায়। তাই বলে এই না যে ভালো ছেলেরা রোমান্টিক হয় না বা নারীরা ভালো ছেলের প্রেমে পড়েন না।
এর পেছনে কিছু অযৌক্তিক বিষয় তুলে ধরেছেন অনেকেই যে ভালো ছেলের মাঝে কিছু গুণ যেমন গায়ে পড়া স্বভাব, নারীর ছলাকলা না বোঝা, মা প্রেমী হওয়া, ক্যারিয়ার নিয়ে বেশি সচেতনতা, মিথ্যা বলতে না পারা, প্রচন্ড আবেগ, সম্পর্কভীতি ইত্যাদির কারণে নারীরা কখনই ভালো ছেলের প্রেমে পড়েন না বা পড়লেও তা বেশিদিন টিকে না। আসলে এগুলোর সব তথ্যইিএকেবারে সত্যি না। হতে পারে কিছু খারাপ মেয়ের খারাপ অভিজ্ঞতা নিয়ে এসব লেখা বা বলা কিন্তু সত্যি ঘটনাটি একেবারেই ভিন্ন। প্রেম বিষয়টা এমন না যে হুট করে হয়ে আবার হুট করে চলেও যায়। প্রেম বিষয়টি একান্ত মনের একটি ব্যাপার। এর জন্য একজন ছেলে বাহ্যিকভাবে বোকা, ভালো নাকি খারাপ এগুলো দেখার প্রয়োজন হয় না। দুটি মনের মিল হয়ে গেলেই প্রেম হয়ে যায়। আর এর জন্য প্রয়োজন একজন অঅরেকজনের সাথে কথা বলা বা মেলামেশা করা যা ভালো ছেলেরা করতে লজ্জা পায়। আর এই কারণেই ভালো ছেলেরা প্রেম করতে পারেন না। ধন্যবাদ