একজন মানুষকে কখন এড়িয়ে চলা উচিত?
একজন মানুষকে কখন এড়িয়ে চলা উচিত?
Add Comment
- যখন দেখবেন, তিনি স্বমহিমা গায়নে আপনাকে শ্রোতা বানিয়ে ফেলছেন,
- যখন দেখবেন, তিনি আপনাকে কথা বলার সুযোগ না দিয়ে, তাঁর কথাই বলে যাচ্ছেন,
- যখন দেখবেন, তিনি আপনার অবস্থানকে, তাঁর অবস্থান থেকে তুলনায় নিচু করে দেখানোর চেষ্টায় মরিয়া হয়ে উঠেছেন,
- যখন দেখবেন, তিনি প্রশংসার নামে আপনাকে চাটুকারিতা করছেন,
- যখন দেখবেন, তিনি অন্যের সমালোচনা করতে গিয়ে আপনার সমর্থন চাইছেন, সহযোগী হিসেবে আপনাকে চাইছেন,