একজন যুবকের নিজের জন্য কী কী করা উচিত?
একজন যুবকের নিজের জন্য কী কী করা উচিত?
Add Comment
১. স্বপ্ন পূরনে তাৎক্ষনিক উদ্যোগ নেয়া
২. বর্তমানে যা করছে তার উপর ১১০% প্রচেষ্টা চালানো।
৩. প্রতিদিন ব্যায়াম করা।
৪. প্রতিদিন কিছু পড়া, কিছু লেখা।
৫. অযথা পরামর্শ এড়িয়ে চলা
৬. অর্থনীতি কিভাবে কাজ করে জানা।
৭. কিছু জমা করা শুরু করে দেয়া এখনই।
৮. নিজের সবচেয়ে ভালো স্কিলকে টাকা উপার্জনের মাধ্যম হিসাবে ব্যাবহার করা।
৯. পরিবার আর বন্ধুদের সাথে সময় কাটান।
১০. ভ্রমন করুন।