একবার লেজার করে কি মুখের লোমের স্থায়ী সমাধান পাওয়া সম্ভব?
একবার লেজার করে কি মুখের লোমের স্থায়ী সমাধান পাওয়া সম্ভব?
Add Comment
মাত্র একবারের লেজার সিটিংয়েই মুখের সব লোম দূরীভূত হবে কি না- তা একজন লেজার বিশেষজ্ঞ মুখে লোমের পরিমাণ দেখে তারপর বলতে পারবেন। আর বেশিরভাগ ক্ষেত্রেই লেজার সার্জারি/ থেরাপি স্থায়ী সমাধান দিতে পারে, তবে আপনার লোম আবার ফিরে আসতে পারে, এইটুকু ঝুঁকি নিয়েই আপনাকে চিকিৎসা করাতে হবে। অনেক সময় লেজার চিকিৎসার পর ত্বকের অনেক বেশি যত্ন নিতে হয়। সাধারণত কোন সমস্যা না হলে পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে- আপনার মুখে দাগ পড়তে পারে, ইনফেকশন হতে পারে, যে অংশে লেজার থেরাপি দেওয়া হয়েছে সে অংশের রঙ বদল হতে পারে, কখনও অল্প করে হলেও পুড়ে যেতে পারে। আবার এও হতে পারে যে আপনি নিরাপদে কোন সমস্যা ছাড়াই চিকিৎসা সম্পন্ন করেছেন। তবে লেজার থেরাপি নিলে এইসব ঝুঁকির কথা মাথায় রাখতেই হবে।