একা থাকার মধ্যে কি আসলেই শান্তি?
একা থাকার মধ্যে কি আসলেই শান্তি?
Add Comment
কখনোই না।আপনি একা মানে আপনি বোকা,দু:খী ও বিচারশক্তিহীন। আমার কে আছে? মা বাবা? থাকতেই পারে? ভাই বোন নেই।বন্ধু অনেকেই আছে।তাদের সাথেও টাঙ্কিবাজ বন্ধুরাও আছে আবার ভালো আছেতো।টাঙ্কিবাজরা বেশীদিন টেকে না বিপদেও পালিয়ে যায়।আমি দীর্ঘদিন এদের দ্বারা ক্ষতিগ্রস্থ হয়েছি।এরপর তো জমি জমা বিষয় সম্পত্তি যা আছে তা নিয়েও একগাদা শত্রু এরপরেও আমার পক্ষে এত লোকজন আছে যা আমার কল্পনারও বাইরে।যারা বলে একা থাকার অভ্যাস করুন ওরা আপনাকে বোকা বানাছ্ছে বানাক।আমার তো কিছুই করার নেই।তবে আমি বলি আমার মত লোক যার বিপক্ষে শত্রু এত তার যদি এত বন্ধু থাকে আপনার না জানি কত বন্ধু ।আপনি জানেন না আপনার কত বন্ধু।আখ খোল কে দেখো য়ার দুনিয়া হ্যা তুমরা সাথ।