একাউন্ট, ম্যানেজমেন্ট এবং মার্কেটিং এর মধ্যে কোনটা নিয়ে অনার্স করলে ভাল হবে?
একাউন্ট, ম্যানেজমেন্ট এবং মার্কেটিং এর মধ্যে কোনটা নিয়ে অনার্স করলে ভাল হবে?
একাউন্টিং, ম্যানেজমেন্ট এবং মার্কেটিং আসলে বিজনেস এর তিন ধরনের তিনটি লাইন। আপনার কোন বিষয়ে আগ্রহ আছে, তার উপর নির্ভর করে আপনি কোন বিষয় নিয়ে পড়তে চান। একাউন্টিং প্রধান হিসেবে পড়লে আপনি খুব সহজে যেকোনো ব্যাঙ্ক এ বা অর্থনৈতিক প্রতিষ্ঠানে চাকরি পাবেন। এর চাহিদা দেশে বা বিদেশে, সব জায়গাতেই বেশি। ম্যানেজমেন্ট নিয়ে পড়লে, আপনি ম্যানেজমেন্ট সম্পর্কিত জব পেতে সুবিধা হবে। যেমন কোনো কর্পোরেট কোম্পানি’র ম্যানেজার বা এই জাতীয়। মার্কেটিং এর গুরুত্ব অন্য দুইটি থেকে বেশ কম। আপনি যদি কাজ করে পড়াশোনা করতে চান, তাহলে আপনার মার্কেটিং নিয়েই পড়া উচিত বলে আমি মনে করি। এতে ঝামেলা কম এবং খুব সহজে আয়ত্বে আনতে পারবেন। একাউন্টিং অনেক কঠিন হবে – অংকের উপর ভালো দখল থাকতে হবে। তবে জব মার্কেট সবচেয়ে বড়, একাউন্টিং এর জন্য।
তানভির আহমেদ
বিজনেস স্টাডিস বিষয়ে পিএইচডি অধ্যায়নরত
লন্ডন সাউথ ব্যাঙ্ক ইউনিভার্সিটি।