এমন একটি কাজ কী যা আপনি কখনো করা ছাড়বেন না?
এমন একটি কাজ কী যা আপনি কখনো করা ছাড়বেন না?
বইপড়া!!!
আমি ইচ্ছা করলেও এই কাজটা ছাড়তে পারব না। জানি না আমার ভবিষ্যতে কি হবে? তবে বইয়ের সাথে আমার দীর্ঘদিনের প্রেমের কখনো ব্রেকআপ হবে না এটার সিওরিটি দিতে পারি।
ভবিষ্যতে আমি যদি খুবই গরিব হয়ে যাই তাহলেও বই কিনে পড়ব আবার অন্ধ হলেও অডিওবুক শুনব এটা জোরে বলতে পারি।
আর যদি হালকা-পাতলা টাকা থাকে তাহলে তো একটা বড়সড় লাইব্রেরীর মালিক হতে আমারে আটকায় ক্যা???
আগে মেলা, ঈদ, ওয়াজের আম্মা-আব্বা যা টাকা দিতেন তা দিয়ে জাফর ইকবাল স্যারের বই কিনা মিস যেত না!!! কারো বিশ্বাস হবে কিনা জানি না, আমি এখনো খুসরা পাঁচ-দশ টাকা ফকিরকে বা ছোট ভাগ্না-ভাগ্নি, পিচ্ছিদের না দিয়ে মানিব্যাগে জমিয়ে রাখি যাতে ভবিষ্যতে যেকোনো একটা বই কেনা যায়। আমি আবার পিডিএফ থেকে হার্ডকাভারওয়ালা বই পড়তে ভালোবাসি। কিন্তু টাকার অভাবে পিডিএফ পড়তে হয়!!! মাঝেমধ্যে বিরক্ত হয়ে গেলে মনে মনে বলি, আগামীতে টাকা হলে বিয়ে করার আগে একটা লাইব্রেরি বানিয়ে বিয়ে করব, এই পিডিএফ পড়তে ভাল্লাগে।
মাঝেমধ্যে আমার ফ্রেন্ডরা মজা করে বলত, ❝এই বেচারা যেই মেয়েরে বিয়ে করবে সেই মেয়ের কপালে অনেক দুঃখ আছে। রাতে বউকে পাশে রেখে সে বই পড়তে যাবে। ❞
আমিও এই প্রশ্নের উত্তর দেই এইরকম যে,”তোদের ভাবিও(আমার হবু বউ) বইপড়ুয়া হবে, দেখিস। সেও আমার সাথে বসে বসে বই পড়বে। দুইকাপ লাল টকটকে চা নিয়ে ব্যালকনিতে দুইজন মুখামুখি বসে………”
শেষে একটা মজার সিক্রেট বলে দেই। আপনি যদি আমায় আপনার বাসায় আমাকে দাওয়াত দেন। আমি আপনার বাসায় যাওয়ার পর একটা বই হাতে তুলে দিয়ে চা,নাস্তা বা খাবার না দেন তাহলে সমস্যা নাই। আমি ভদ্র ছেলের মত বইটা পড়ে টেবিলে রেখে বিদায় নিয়ে চলে আসব।
আপনিও বই পড়ুন। পৃথিবীটা হোক বইময়।
এত কষ্ট করে পড়লেন ধন্যবাদ