এমন কিছু উপদেশ দেবেন কি, যা আমাদের প্রতিনিয়ত মনে রাখা উচিত?
এমন কিছু উপদেশ দেবেন কি, যা আমাদের প্রতিনিয়ত মনে রাখা উচিত?
Add Comment
বেশি না মাত্র ৫ টা লিখছি এগুলো চর্চা করতে থাকেন আসা করি ভালো কিছু হবে।
১। কথা বলার আগে একটু ভেবে বলবেন।কারন মুখের বুলি আর বন্দুকের গুলি যা একবার ছুটলে আর ফিরিয়ে নেয়া যায় না।
২। সময়কে সঠিকভাবে ব্যবহার করুন।কারন সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করেনা।
৩।নিজেকে যোগ্য করে গড়ে তুলুন।কারন দিন শেষে আপনার শুধু আপনি।
৪।নিজের লক্ষে অটুট থাকুন।লোকে কী বলবে তাতে কান দিবেন না।কারন লোকে আপনাকে থামাতে চায়।
৫।মানুষের কাছে যেমন আচরন প্রত্যাশা করেন তাদের সাথে তেমন আচরন করেন।কারন মানুষ যেমন ক্রিয়া পায় তেমনি প্রতিক্রিয়া করে।
ধন্যবাদ।