এমন কিছু কৌশল বলবেন কি, যা সারাজীবন কাজে লাগবে?
এমন কিছু কৌশল বলবেন কি, যা সারাজীবন কাজে লাগবে?
Add Comment
কখনও তরমুজ কিনতে গিয়ে ঠকেছেন ? এমন হয়েছে যে বাড়িতে এনে খেতে গিয়ে দেখলেন টাকাটাই বরবাদ।
চলুন তবে কিভাবে সঠিক তরমুজ বেছে নেবেন শেখা যাক।
প্রথমে বাছুন আপনার কীরকম চাই , রসালো নাকি মিষ্টি।
- খুঁজুন ওই জালিকাকার বাদামী রেখা এবং সাথে ঘন কালো বিন্দু।
- হলুদ রঙের মেঠো তলটি কিন্তু ভুলবেন না। কেন?
- ওই হলদে মেঠো তলটি তৈরী হয় যেখানে তরমুজ মাটির সাথে লেগে থাকে, টসটসে পাকা তরমুজের ক্ষেত্রে এটা ঘীয়ে বা হলদে -বাদামি বর্ণের হয়, নাকি সাদা।
- একটু ধ্যান আকারের দিকে দেবেন। যেমনঃ
- খুব বড়ো বা ছোট তরমুজ বাছবেন না। মধ্যম আকারের ফল নিন, প্রয়োজন বেশি থাকলে দুটি নিন। তবে খেয়াল রাখবেন, তরমুজটি যেন আকৃতির চেয়ে বেশি ভারী মনে হয়।
- শুকনো বোটা দেখে নিন, সবুজ বোটা মানে ফলটি পাকেনি জোর-জুলুম করে তাকে বিক্রি করার চেষ্টা।
এই কৌশল সারাজীবন কাজে লাগবে জানি না, তবে যতবার তরমুজ কিনতে যাবেন তত বার কাজে আসবে।
.
.
~ধন্যবাদান্তে সুদিন
আগের উত্তরটি কোৱা যেন কোথায় গায়েব করে দিয়েছে, তাই জনহিতে তথ্যটিকে ভুপৃষ্টের ওপর সকলের কাছে দৃশ্যমান রাখার জন্যই এই ক্ষুদ্ৰ প্রয়াস।