এমন কিছু কৌশল বলবেন কি, যা সারাজীবন কাজে লাগবে?
এমন কিছু কৌশল বলবেন কি, যা সারাজীবন কাজে লাগবে?
Add Comment
১। সব সময় শিখতে থাকেন। যারে বলে কন্টিনিউয়াস লার্নিং। ইনফরমেশন দরকার কারণ অনিশ্চয়তাময় বাস্তবতা আমাদের। যত আপনি ইনফর্মড থাকবেন তত বেটার ডিসিশন নেবার সুযোগ তৈরি হবে। যদিও বেশি ইনফরমেশন পাওয়া মানেই বেটার ডিসিশন নিতে পারা এমন না, কারণ এখানে বিবেচনাবোধ তথা বুদ্ধির প্রয়োগের বিষয়টিও রয়ে যায়।
২। ভালো ও জ্ঞানী ব্যক্তিদের সংস্পর্শে থাকুন। এটি লং রানে হিউজ একটা এডভান্টেজ দিবে।
৩। কৃতজ্ঞতাবোধ প্র্যাক্টিস করুন।
৪। কর্মযোগী হোন। অর্থাৎ জ্ঞান আহরনের সাথে সাথে তার প্রয়োগ তথা কাজরে সমান গুরুত্ব দেন।
৫। আশা কম রাখুন। তাতে হতাশা কম হবে ও নতুন কিছু করার মনোবল থাকবে।
৬। নিজের ব্লাইন্ড স্পট যে থাকে, এ বিষয়ে সচেতন থাকুন।
এই ছয় জিনিস, সারাজীবন কাজে লাগবে।