কথা গুছিয়ে না বলতে পারার কারণ কী?
কথা গুছিয়ে না বলতে পারার কারণ কী?
১. যেহেতু আপনি গুছিয়ে বা আপনার মনের ভাব সম্পূর্ণ ভাবে অন্যর কাছে উপস্থাপন করতে পারেন না তাই এমন ব্যক্তিদের অথবা বন্ধুদের সাথে চলাফেরা করুণ যাদের কথা বলার ধরণ এবং অঙ্গ- ভঙ্গি সুন্দর অর্থাৎ এক কথায় যে স্মার্টভাবে কথা বলতে পারে। দেখবেন তার সাথে চলতে চলতে ও আপনি সুন্দর ভাবে গুছিয়ে কথা বলতে পারবেন। এটাকে বলে সাহচর্যে ধারা প্রভাবিত।
২. বই পড়তে পারেন। কারণ বই থেকে অনেক শব্দ শেখা হয়। আর গুছিয়ে এবং স্মার্টলিভাবে কথা বলতে চাইলে অবশ্যই সুন্দর শব্দের প্রয়োজন। তাই বেশি বেশি বই পড়তে পারেন।
৩. স্বাভাবিক থাকা। আমরা অনেকেই আছি যারা অনেক বুদ্ধিমত্তার অধিকারী। কিন্তু অন্যর সাথে কথা বলার সথা হেজিটেশনে পড়ে যাই, ভয় কাজ করে এবং শরীর কাঁপে। তাই অন্যর সাথে কথা বলার সময় চেষ্টা করবেন স্বাভাবিক থাকার জন্য।
মোটামুটি এই তিনটি কৌশল অবলম্বন করলেই গুছিয়ে কথা বলতে পারবেন আশাবাদী।