কমলা এবং মাল্টার মধ্যে পার্থক্য কী?
কমলা এবং মাল্টার মধ্যে পার্থক্য কী?
Add Comment
কমলা ও মাল্টার মধ্যে তেমন কোন পার্থক্য নেই। এ ব্যাপারে উইকিপিডিয়ায় একটা তথ্য আছে-
কমলা এক প্রকারের লেবু জাতীয়
রসালো ফল। কমলা গাছের বৈজ্ঞানিক নাম Citrus reticulata যা Rutaceae পরিবারভুক্ত। কমলাকে ইংরেজিতে ‘Mandarin orange’, ‘Mandarin’ এবং Mandarine’ বলা হয়। কমলা একটি জনপ্রিয় ফল। এটি সরাসরি খাওয়া হয় এবং ফ্রুট সালাদে ব্যবহৃত হয়। মলিকিউলার গবেষণায় প্রতীয়মান হয়েছে যে, জাম্বুরা, মাল্টা ইত্যাদি
প্রাকৃতিক-শংকরায়িত সাইট্রাস
ফলসমূহ কমলা থেকে উদ্ভূত; এবং
কমলাই একমাত্র মিষ্টি স্বাদের আদি
সাইট্রাস ফল।
সূত্র- উইকিপিডিয়া।