কম্পিউটার এ ভাইরাস দ্বারা আক্রান্ত হলে, কিভাবে বুঝবো?
কম্পিউটার এ ভাইরাস দ্বারা আক্রান্ত হলে, কিভাবে বুঝবো জানতে চাই?
কম্পিউটার ভাইরাস কি
কম্পিউটার ভাইরাস হল এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যা ব্যবহারকারীর অনুমতি বা ধারণা ছাড়াই নিজে নিজেই কপি হতে পারে। মেটামর্ফিক ভাইরাসের মত তারা প্রকৃত ভাইরাসটি কপিগুলোকে পরিবর্তিত করতে পারে অথবা কপিগুলো নিজেরাই পরিবর্তিত হতে পারে। একটি ভাইরাস এক কম্পিউটার থেকে অপর কম্পিউটারে যেতে পারে কেবলমাত্র যখন আক্রান্ত কম্পিউটারকে স্বাভাবিক কম্পিউটারটির কাছে নিয়ে যাওয়া হয়। যেমন: কোন ব্যবহারকারী ভাইরাসটিকে একটি নেটওয়ার্কের মাধ্যমে পাঠাতে পারে বা কোন বহনযোগ্য মাধ্যম যথা ফ্লপি ডিস্ক, সিডি, ইউএসবি ড্রাইভ বা ইণ্টারনেটের মাধ্যমে ছড়াতে পারে, তাকেই কম্পিউটার ভাইরাস বলে।
কম্পিউটার ভাইরাস বুঝার নিয়ম
আপনি কম্পিউটার কাজ করছেন, কম্পিউটার এ কাজ করার সময় হঠাৎ আপনার কম্পিউটার slow কিংবা উল্টাপাল্টা কাজ করতে পারে অথবা আপনি কম্পিউটারে কোন একটি ফাইল ওপেন করতে চাচ্ছেন কিন্তু ফাইল ওপেন হয় না। আপনার কম্পিউটার বার বার হ্যাং হবে। অপারেটেং সিস্টেম লোড হতে একটু ঝামেলা করবে ইত্যাদি। সাধারণত এই সব কারণ দেখা দিলে আপনার কম্পিউটার ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে।