কলিগদের সাথে মানিয়ে চলতে পারছি না, কী করবো?
কলিগদের সাথে মানিয়ে চলতে পারছি না, কী করবো?
Add Comment
তুন কোনো জায়গায় চাকরি শুরু করলে মানিয়ে নিতে সবসময়ই কিছু সময় লাগে। এটা সবার হয়। সেটা নিয়ে বেশি চিন্তা করবেন না। কোনো দিকে না তাকিয়ে নিজের ওপর অর্পিত দায়িত্বগুলো সুষ্ঠুভাবে পালন করুন। সহকর্মীদের সাথে ভালো ব্যবহার করুন, কেউ কারো নামে কিছু বললে কোন রিমার্ক পাস না করে মিষ্টি হাসুন। অফিস পলিটিক্স,গসিপিং সব জায়গাতেই থাকে, ওসবে জড়াবেন না। হাসিমুখে সবার সাথে ভালোভাবে কথা বলবেন, আর কারো সাথে যদি একান্তই বনিবনা না হয় তাহলে তাকে এড়িয়ে চলবেন যতটুকু সম্ভব। কারো সাতেপাঁচে না থেকে সবার সাথে সদ্ভাব রেখে চলার চেষ্টা করুন আর নিজের কাজটা ঠিকভাবে করুন