কি কি অপরাধ করলে জেল খাটতে হয়?
বিভিন্ন অপরাধ যেমন খুন করা,অন্যের জমি কব্জা করা,অন্যের সম্পদ অন্যায় ভাবে দখল করা.যে জায়গায় সরকারী ভাবে কিছু দ্রব্য (যেমন ধান,গম ইত্যাদির গুদাম) রাখার স্থানে কাওকে কিছু না বলে ঢোকা ইত্যাদি.আর এইসব অপরাধের জন্য জেল অথবা টাকা জরিমানা দিতে হয়.আদালতের বিচারে যদি জেল দেওয়া হয় তবে জেল খাটতে হয়.তাছাড়া জামিন দিলে জেল থেকে মুক্তি পাওয়া সম্ভব. বি.দ্র.অপরাধের ভিত্তিতে শাস্তি দেয়া হয়।