কিছু অবাক করা তথ্য বা বিষয় কী?

    Train Asked on November 13, 2023 in অনুসরণ.
    Add Comment
    1 Answer(s)

      ✬ অংকে ১ মিলয়ন (১০০০০০০) লিখতে যেমন সাতটি সংখ্যা লাগে তেমনে ইংরেজিতে Million লিখতে সাতটি অক্ষর লাগে।

      ✬ মানুষের মস্তিষ্ক যদি কম্পিউটার হত, তাহলে এটি প্রতি সেকেন্ডে ৩৮ হাজার ট্রিলিয়ন কমান্ডের সমাধান দিতে পারতো। বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালি সুপারকম্পিউটার ব্লুজিন এর মাত্র ০.০০২ শতাংশ কাজ করতে পারে।

      ✬ তোমার মতোই শিম্পাঞ্জিরাও হ্যান্ডশেক করে ভাব বিনিময় করে।

      ✬ মানবদেহে সবচেয়ে দীর্ঘ জীবন্ত কোষ হলো মস্তিস্কের কোষ (নিউরন)।

      ✬ শামুক পা দিয়ে নি:শ্বাস নেয়। শামুকের নাক চারটি ।

      ✬ পিঁপড়ার ঘ্রাণশক্তি কুকুরের চেয়ে বেশী।

      ✬ সামুদ্রিক প্রাণী হাঙ্গরের কোনো ধরনের রোগ ব্যাধি হয়না।

      ✬ পেঙ্গুইন একমাত্র পাখি যে সাঁতার কাটতে পারে কিন্তু উড়তে পারেনা।

      ✬ পৃথিবীতে যে পরিমান সোনা আছে তা দিয়ে সম্পূর্ণ পৃথিবী ঢেকে দিলে হাঁটু পরিমান উচ্চতা হবে।

      ✬ পৃথিবীতে যত লিপস্টিক আছে, তার বেশির ভাগই তৈরি হয় মাছের আঁশ দিয়ে।

      Professor Answered on November 13, 2023.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.