কিছু উপদেশ দিতে পারবেন কি?

    Add Comment
    1 Answer(s)

      মানুষের চাওয়া:

      ❐ উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন।

      ❐ ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন।

      ❐ পুলিশ চায় আপনি বেআইনী কাজ

      করুন।

      ❐ ইলেকট্রিশিয়ান চায় আপনার

      বাড়ির ওয়্যারিং জ্বলে যাক।

      ❐ বাড়িওয়ালা চায় আপনি যেন

      জীবনে বাড়ি করতে না পারেন।

      ❐ মুচি চায় আপনার নতুন জুতো ছিঁড়ে

      যাক।

      ❐ ব্যাংকার চায় আপনি টাকা লোন

      নিয়ে ঋনগ্রস্থ হোন।

      ❐ প্রাইভেট টিউটর চায় আপনার

      সন্তান পাঠ্যপুস্তকের পড়া কম বুঝুক।

      **শুধুমাত্র চোর চায় আপনি ধনী

      হোন আর মহাসুখে নাক ডেকে ঘুমান।

      এতএব, চোরই আপনার প্রকৃত বন্ধু।

      ৩টি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়।

      ১| নদীর পাড়ের বাড়ি

      ২। ব্রেক ছাড়া গাড়ি

      ৩। ঘর ছাড়া নারী।

      তিনটি জিনিস একবার আসেঃ

      (১) মাতা-পিতা

      (২) সৌন্দর্য্য

      (৩) যৌবন।

      তিনটি জিনিস

      ফিরিয়ে আনা যায়নাঃ

      (১) বন্দুকের গুলি

      (২) কথা

      (৩) রূহ।

      তিনটি জিনিস মৃত্যুর পর উপকারে আসেঃ

      (১)সু-সন্তান

      (২)ভাল কাজ

      (৩) ইলম।

      তিনটি জিনিস সম্মান নষ্ট করেঃ

      (১)চুরি

      (২)চোগলখুরী

      (৩)মিথ্যা।

      তিনটি জিনিস

      পিছনেতে রাখোঃ

      (১)হিংসা

      (২)অভাব

      (৩)সন্দেহ।

      তিনটি জিনিসকে সর্বদা মনে রেখঃ

      (১) উপদেশ

      (২) উপকার

      (৩) মৃত্যু।

      তিনটি জিনিস কে আয়ত্বে রেখঃ

      (১) রাগ

      (২) জিহবা

      (৩) মন।

      তিনটি জিনিস অভ্যাস করঃ

      (১) সততা

      (২) ভক্তি

      (৩) ভালোবাসা

      তিনটি জিনিস থেকে দূরে থেকঃ

      (১) মিথ্যা

      (২) অহংকার

      (৩) অভিশাপ।

      তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করঃ

      (১) কলম

      (২) কথা

      (৩) কদম

      নুপুরের দাম হাজার টাকা,,

      কিন্তু তার স্থান পায়েই হয়,,

      টিপের দাম এক টাকা হলেও ,,

      তার স্থান কপালে। “যে নুনের মতো

      তিতকুটে জ্ঞান দেয়, সে আসল বন্ধু”।

      ইতিহাস সাক্ষী আছে, নুনে কখনো পোকা ধরেনি,,

      আর মিষ্টিতে তো প্রতিদিনই পোকা ধরে, পিঁপড়ারাও ছাড়েনি।

      মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় ,,

      আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়।

      মানুষ সোজা পথে চলতে চায় না,,

      আর বাঁকা পথের প্রতি সবারই

      আগ্রহ বেশী।

      এজন্যই তো মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না,,

      আর দুধ বিক্রেতাকে পাড়ায় পাড়ায় যেতে হয়।

      আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি, “জল মেশাননি তো?”,,

      আর মদে নিজেরাই জল মিশিয়ে খাই।

      আজ পর্যন্ত মানুষকে এটুকুই বুঝলাম,,,

      যে “তাকে জানোয়ার বললে ক্ষেপে যায়,,

      কিন্তু সিংহ বললে খুশি হয় !!

      *মানুষ বড় আজব প্রাণী*

      সংগ্রহ তথ্য।

      Professor Answered on November 15, 2023.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.