কিভাবে আমি এমন একজনের সাথে তর্কে জিতব যে কখনই স্বীকার করবে না যে সে ভুল?

    কিভাবে আমি এমন একজনের সাথে তর্কে জিতব যে কখনই স্বীকার করবে না যে সে ভুল?

    Add Comment
    1 Answer(s)

      এমন একজন যে কখনোই স্বীকার করে না যে সে ভুল, সেই রকম কারোর সাথে তর্কে জেতা অসম্ভব।

      কারন আপনি তাকে যে যুক্তি দেখাবেন সে সেগুলো শুনতেই চাইবে না এবং নিজের বাক্যে অনড় থাকবে।

      তাই সহজ ভাষায়, Ignore করুন।

      কেমন একটা বইতে লেখা নীতি বাচক হয়ে গেল না উত্তরটা? এবার Reality শুনুন।

      আসলে আপনার ইগনোর করার পরেও তারা তর্ক চালিয়ে যাই এবং আপনাকে বিভিন্নভাবে অপমানের মাধ্যমে নিচু দেখানোর চেষ্টা করে। তখন কি করবেন?

      সেই ক্ষেত্রে কি করবেন?

      • প্রথমত, রেগে যাবেন না। আমার এক বন্ধু যার সাথে কোনো কারনে এখন আমার আর যোগাযোগ নেই, বলতো “রেগে গেছিস তো হেরে গেছিস।” লাইনটা ছোট কিন্তু লাইনের কথাটা খুবই প্রাসঙ্গিক।
      • দ্বিতীয়ত, নিজের আত্মবিশ্বাস হারাবেন না। যাই বলবেন বিপরীত জনের চোখের দিকে তাকিয়ে বলবেন।
      • তৃতীয়ত, যদি বিপরীত পক্ষে তর্ক করার জন্য একাধিক লোক থাকে, সেই ক্ষেত্রে আপনি যে কোন একজনকে টার্গেট করুন এবং অন্যজন পাশ থেকে যা কথা বলবে সেগুলিকে উপেক্ষা করুন।
      • চতুর্থত , উপেক্ষা কিভাবে করবেন ভাবছেন তো? আপনি যাকে টার্গেট করেছেন শুধুমাত্র তার কথাগুলোর উত্তর দিন। পাশে থেকে কেউ কোন একটি কথা বললে আপনি যাকে টার্গেট করে রেখেছেন তার উদ্দেশ্যে বলবেন, “ দাড়ান, দাড়ান, আগের কথাটা আপনি কি বললেন আর একবার বলুন।” আর সেই তৃতীয় ব্যক্তিকে না শোনার ভান করবেন।
      • পঞ্চমত, সব সময় নিজের বাক্যে সংযত থাকবেন, কারন আপনি হয়তো জানেন না, কিন্তু আমি জানি, যারা অযৌক্তিক তর্ক করে তাদের উদ্দেশ্য তর্কে জেতা নয়। তাদের উদ্দেশ্য আপনাকে কাদায় নামিয়ে এনে আপনাকে নোংরা করা।
      • সর্বশেষ, নিজের বাক্যে অনড় থাকবেন। ভুলেও যেন দুই রকম কথা বলবেন না।

      ব্যাস, এইগুলো করতে পারলেই আপনি অনেকাংশে জিতে যাবেন।

      .

      এবং সবার শেষে হাতের ঘড়ির দিকে তাকিয়ে অথবা ফোনটা পকেট থেকে ফোন বার করে টাইম দেখার ভান করে সেখান থেকে বেরিয়ে আসবেন।

      ধন্যবাদ।

      Professor Answered on February 4, 2024.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.