কিভাবে একদম সম্পূর্ণ ভাবে বুঝতে পারবো যে, আমি যার সাথে কথা বলছি সে সব মিথ্যা বলছে?
কিভাবে একদম সম্পূর্ণ ভাবে বুঝতে পারবো যে, আমি যার সাথে কথা বলছি সে সব মিথ্যা বলছে?
Add Comment
শারীরিক ভাবভঙ্গি – শরীরের অবস্থান স্বাভাবিকের থেকে নিচু এবং দুর্বল দেখাবে
মুখের অভিব্যক্তি – উদ্বিগ্ন দেখাবে, ঠোঁট কামড়ানো , ক্রমাগত চোখের পলক পড়া, ঘামানো এগুলো মুখে ফুটে উঠবে
সম্বোধনের ধরণ – বক্তা সম্বোধনের জন্য “আমি” থেকে বেশি “তারা” অত্যাধিক বেশি ব্যবহার করবে
নিজেকে সৎ এবং সত্য উপস্থাপনার আপ্রাণ চেষ্টা – কসম খেয়ে কথা বলা,কোনো অযৌক্তিক প্রসঙ্গ টেনে আনা
গলার স্বর – কাঁপা কাঁপা স্বরে কথা বলা।
হাসি – হাসির মধ্যে কৃত্রিমতা লক্ষণ করা যাবে। কারণ উদ্বিগ অবস্থায় হাসি কৃত্রিম
উপরের পয়েন্ট গুলো সবগুলো খেয়াল করতে হবে, কেবল একটি দিয়ে আপনার কাউকে মিথ্যা প্রতিপন্ন করা হবে সম্পূর্ণ অনুচিত।