কিভাবে দুঃখ-কষ্ট ভুলে থাকতে পারি?
কিভাবে দুঃখ-কষ্ট ভুলে থাকতে পারি?
Add Comment
- নিজেকে সর্বদা নানান কাজে ব্যস্ত রাখুন।
- জীবনকে উপভোগ করার মানসিকতা তৈরি করুন।
- নিয়মিত শিল্প ও সংস্কৃতি চর্চা করতে পারেন।
- অন্যের পিছনে অযথা ছোটাছুটি না করে নিজের পালে হাওয়া দিন।
- নিজেকে ইতিবাচক চিন্তায় মগ্ন রাখুন।
- নিয়মিত বই পড়ুন,পত্রিকা পড়ুন এবং সিনেমাও দেখতে পারেন।
- নিজের পছন্দ এবং শখের জিনিসের উপর জোরারোপ করুন।
- মাঝে মাঝে নিজেকে প্রকৃতির মাঝে বিলিয়ে দিতে পারেন।
- নিয়মিত দর্শনীয় স্থানগুলোতে ভ্রমণ করে আসতে পারেন।
- প্রয়োজনে এমন একজন সঙ্গী খুঁজে বের করনন,যার সাথে আপনার চিন্তাভাবনা মানানসই- তার সাথে খোশগল্পে মেতে উঠুন।