কিভাবে মানুষের মন জয় করব?
মানুষ বড়ই আজব। এই মানুষের মন আপনি জয় করতে পারবেন না সহজে।একটা কথা আছে, কলিজা ভুনা করে দিলেও বলবে লবণ কম হয়েছে।
এইবার বলুন তো এমন মানুষের মন কি করে জয় করবেন।
মানুষের মন জয় করতে হলে আপনাকে ত্যাগ করতে হবে অনেক কিছুঃ
- আপনি তর্ক করতে পারবেন না। তর্ক করলে আপনার সবই শেষ। যার মন জয় করতে চান তার প্রয়োজন টা বুঝতে চেষ্টা করুন।
- আপনি যার মন জয় করতে চান, তার সব কথা বা কাজকে আপনি হ্যা’তে সম্মত হন। দেখবেন ওই মানুষের মন এমনিতে জয় করতে পারবেন।উদাহরণস্বরপ: যে মানুষটি মন জয় করতে চাচ্ছেন সে যদি বলে ২+২= ৫ আপনি যদি সেটাতে সম্মতি দেন তাহলে এই মানুষ আপনার পক্ষে থাকবে বা মন আপনি তার মন কয় করতে পারবেন।
- মন জয় করতে টাকা লাগে না, তবে ব্যক্তিত্ব লাগে।আপনার ব্যক্তিত্ব ওপর নির্ভর করে আপনি কেমন মানুষ।
- ভালো মনের মানুষ হতে চেষ্টা করুন। দেখবেন সবই আপনার দিকে থাকবে।
- কথায় আছে, ভালো মানুষ বিপদে পড়লে সে বিপদ থেকে বাহির হতে পারে।অসৎ মানুষ বিপদে পড়লে সেখান থেকে বাহির হতে পারে না।
- ভালো মানুষ হতে হলে ভালো মন লাগে। ভালো মনের জন্য আপনাকে বই এবং রেগুলার নিউজ পেপার পড়তে হবে।
- আহার করুন নিয়মিত ধ্যান করুন নিয়মিত।
ভালো লাগলে আপভোট দিবেন।