কিভাবে সবার সাথে রসিকতা করে কথা বলবো?

    Add Comment
    1 Answer(s)
      1. চেহারায় সবসময় একটা হাসি রাখবেন। দাঁত ফ্যাফ্যালিয়ে নয় স্বাভাবিক হাসি।
      2. যার সঙ্গে রসিকতা করছেন তার সাথে কথা বলার সময় Eye contact বজায় রাখুন।
      3. লজ্জা পাবেন না।
      4. নিজের রসিকতা সামনের মানুষের কাছে এমনভাবে পেশ করুন যেনো এটা আপনার কাছে একেবারেই নগন্য একটা বিষয়।
      5. বিভিন্ন বিষয়/ঘটনাকে সিরিয়াসলি না নিয়ে মজার ছলে বা খেলা হিসেবে নিতে পারেন।
      6. রসিকতা করলে আপনাকে কেউ সিরিয়াসলি নিবে না এটা স্বাভাবিক। তাই বলে আপনার মনমরা হয়ে বসে থাকার কোনো কারণ নেই।
      7. স্রোতের বিপরীতে কথা বলুন। সুবিধামত জায়গায় সুবিধামত সময়ে। যেমনঃ ঈদের ছুটির পর স্কুলে গেলে সকলের প্রথম প্রশ্নই থাকে, ঈদ কেমন কাটল। ঠিক তেমনি, একজন ম্যাডাম এসে জিজ্ঞেস করলেন- তোমাদের ঈদ কেমন কাটল? সব্বাই যেখানে (ভালো) বলে চেঁচানি দিল, সেখানেই আমি বললাম (স্নায়বিক চাপে) কেটেছে ম্যাডাম।৷
      8. আরেকটা জিনিস যেটা রসিকতা করতে গিয়ে আবার গীবত করে ফেলিয়েন না। কারো অগোচরে তাকে নিয়ে রসিকতা করে অন্যকে খুশি রাখার কোনো অর্থ নেই।
      9. ধরুন,কোনো একটা ঘটনা যখন সবাইকে প্যারা দিচ্ছে এমন সময়ে যদি কিছু একটা বলতে পারেন বা আপনার হাসিহাসি মুখ নিয়ে ওদের সামনে দাঁড়াতে পারেন তবেই আপনি বুঝতে পারবেন রসিক মানুষ হওয়ার স্বার্থকতা।
      Professor Answered on March 6, 2023.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.