কী কী কাজ করলে মন ভালো থাকে?

    কী কী কাজ করলে মন ভালো থাকে?

    Train Asked on December 21, 2023 in অনুসরণ.
    Add Comment
    1 Answer(s)
      • খুব ভোরে উঠে প্রার্থনা করুন।
      • সকালে ১৫ মিনিটের জন্য হলেও বাইরে হাঁটতে বের হন।
      • কারো সাথে দেখা হলে হাসিমুখে কুশালাদি বিনিময় করুন। সালামের মাধ্যমে আলাপচারিতা শুরু করুন।
      • বদ সংগ এড়িয়ে চলুন। অযথা আড্ডায় নিজেকে জড়াবেন না। এতে বাক-বিতণ্ডা কিংবা মন খারাপ হবে এমন প্রসঙ্গ গুলোই বারবার উঠে আসে।
      • প্রতিদিন একটি নির্দিষ্ট সময় পরিবারের জন্য বরাদ্দ রাখুন বাবা-মা ভাই-বোন নিজের সন্তানের খোঁজ খবর রাখুন তাদেরকে যথেষ্ট সময় দিন।
      • মোবাইল স্ক্রিনিং কম করুন। বই পড়ায় নিজেকে আত্মনিয়োগ করুন। ধর্মীয়, ইতিহাস, জ্ঞান-বিজ্ঞানের বইয়ের মাধ্যমে নিজের জ্ঞানকে যেমন শানীত করতে পারবেন, তেমনি অলস সময় কেটে যাবে।
      • ছাদে বা বাসা বাড়িতে গাছের পরিচর্যা করতে পারেন। এছাড়াও পশু কিংবা পাখিও পুষতে পারেন।
      • ছবি আঁকতে পারেন। ছবি আঁকলে একদিকে যেমন সময় কাটবে তেমনি মনও ভালো থাকে।
      • প্রতিদিন অল্প হলেও কিছু টাকা গরীব-দুঃখীদের মাঝে দান করুন।
      Professor Answered on December 21, 2023.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.