কী কী লক্ষণে বুঝতে পারবেন যে আপনি হার্টের কোনো রোগে আক্রান্ত ?
কী কী লক্ষণে বুঝতে পারবেন যে আপনি হার্টের কোনো রোগে আক্রান্ত ?
Add Comment
বুকে ব্যথা বিভিন্ন কারণে হতে পারে। যেমন : হার্ট, ফুসফুস, বুকের অস্থি এমনকি পাকস্থলীর সমস্যার জন্য বুকে ব্যথা হতে পারে।
হার্ট এর সমস্যার কারণে যে লক্ষণসমুহ দেখা যায় তার মধ্যে উল্লেখযোগ্য হল :
১. বুকের বাম পাশে চেপে ধরা প্রচন্ড ব্যথা
২. অনবরত ঘেমে যাওয়া।
৩.বুকের ব্যথা কাঁধের দিকে যাওয়া।
৪.বুক ধড়ফড় করা
৫.শাসকষ্ট হওয়া।
তবে ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে বুকে ব্যথা নাও থাকতে পারে। ধন্যবাদ
লিখেছেন :
ডাঃ মুহাম্মাদ আরিফুল ইসলাম,
এম বি বি এস, বি সি এস।