কীভাবে আমি আমার স্বপ্ন পূরণ করবো?

    কীভাবে আমি আমার স্বপ্ন পূরণ করবো?

    Doctor Asked on May 28, 2024 in অনুসরণ.
    Add Comment
    1 Answer(s)

      সপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত সব কিছু ছেড়ে দিয়ে শুধু লক্ষের দিকে এগিয়ে যাও। সময় অপচয় বন্ধ করো। যে কাজগুলো করতেই হবে (খাওয়া-দাওয়া, গোসল, দাত-ব্রাশ ইত্যাদি) যতো কম সময়ে করা সম্ভব করে নাও।

      বাইরে অযথা আড্ডা দেওয়া, ফোনে অযথা সময় নষ্ট করা বাদ দিয়ে কাজে কাজে মনোযোগ দাও। এখন একটি প্রশ্ন করতে পারো, সবসময় যদি কাজই করি তাহলে জীবনকে উপভোগ করবো কিভাবে?

      এই প্রশ্নের জবাবও আছে, ধরো বিভিন্ন উৎসব, সেটা হতে পারে ঈদ, দূর্গা-পূজা, বড়ো দিন, বৌদ্ধ-পূর্ণিমা ইত্যাদি। এই উৎসব গুলো যতো কাছে আসতে থাকে, মানুষের মনে আনন্দও ততো বেড়ে যায়।

      একইভাবে লক্ষ পূরনের জন্য যতো বেশি কাজ করতে থাকবে। সফলতাও ততো বেশি কাছে আসতে থাকবে। সফলতা যতো কাছে আসতে থাকবে তুমার মনে আনন্দও ততো বাড়তে থাকবে।

      মনের ভিতরেই যদি সাগর ভরা আনন্দ থাকে, তাহলে দূঃখ আসবে কোথা হতে? সফল হতে হলে কষ্ট করতেই হবে। প্রবাদ আছে, life is not a bad of roses_ অর্থাৎ জীবন পুষ্পষজ্জা নয়। জীবনের পথটি কাঁটাযুক্ত।

      এই কাটা দেখে যে ভয়ে ভিতু হয়ে চলে আসবে, সে কখনও সফলতার দ্বার প্রান্তে পৌছাতে পারবে না। জীবন পথে এই কাটার উপর দিয়েই ক্ষত-বিক্ষত হয়ে এগিয়ে যেতে হবে। এই কাটাযুক্ত পথ পাড়ি দিতে পারলেই সফলতা হাতের মুঠোই এসে ধরা দিবে।

      সফল হাওয়ার ধাপগুলো হলোঃ

      1. থেমে গেলে চলবে না। যতো বাঁধাই আসুক না কেন নিজের লক্ষের উপর অটল থাকতে হবে। আর নিজেকে বলতে হবে, আসবে পথে আধার নেমে, তাই বলে কি রইবো থেমে?
      2. এটি আমার পক্ষেই করা সম্ভব, আমি পারবো, হারার জন্যে আমার জন্ম হয়নি, আমি বিজেতা এরকম মানসিকতা অর্জন করতে হবে।
      3. ধৈর্য ধারণ করতে হবে।
      4. কঠোর পরিশ্রমী হতে হবে।
      5. ত্যাগ স্বীকার করতে হবে।
      Professor Answered on May 28, 2024.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.