কীভাবে আমি নম্র ও বিনয়ী হবো?
আমাদের একটি কথা খুব ভালোভাবে মনে রাখতে হবে তা হলো, আমরা অতীতকে কোনদিন ফিরিয়ে নিয়ে আসতে পারবো না। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা সব অতীত, সেটা ১ ন্যানো সেকেন্ড বা ১ সেকেন্ডও হতে পারে।
কিন্তু আমরা ভবিষ্যতকে আমাদের মাইন্ড সেট দিয়ে পরিবর্তন করতে পারব। এটি একটি চমৎকার ফর্মুলা তা কিভাবে কাজ করে নিচে একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি … অর্থাৎ আপনি কিভাবে নিজেকে নম্র এবং ভদ্র তৈরি করতে পারবেন?
আপনাকে আমি একটি উপহার দিলাম, আপনি সে উপহারটি গ্রহণ করলেন না, তাহলে কি হতে পারে? আপনি আবার সেটি ফেরত নিয়ে নিবেন।
সেই রকম ভাবে আপনাকে একজন প্রচন্ড গালিগালাজ এবং তীব্র অপমান করল, যেহেতু ঘটনাটি ঘটে গিয়েছে অর্থাৎ অতীত হয়ে গিয়েছে আপনি তো অতীতকে পরিবর্তন করতে পারবেন না।
আপনি যদি আপনার মাইন্ডসেট দিয়ে বিষয়টিকে বিবেচনা করেন অর্থাৎ উপরের বাক্যের উপহার গ্রহণ করা এবং বর্জন করার ঘটনাটার মত, তাহলে গালিগালাজ এবং অপমান আপনার কাছেই ফেরত আসবে।
আমরা এই বিষয়টিকে কেন বুঝতে পারি না তার কারণ, উপরের উদাহরণটি দৃশ্যমান এবং নিচের উদাহরণটি কিন্তু অদৃশ্যমান বস্তুত দুটো ঘটনার ফলাফল কিন্তু একই।
নিজেকে নম্র ভদ্র এবং বিনয়ী রাখার অনেকগুলো পদ্ধতির একটি, এরকম আরো বেশ কিছু পদ্ধতি রয়েছে সেই কলাকৌশলগুলো খুব শীঘ্রই আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি।
একটি বিশেষ অনুরোধ পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন, এবং মন্তব্য করে আপনার মূল্যবান মন্তব্য জানাতে পারেন এই বিষয় সর্ম্পকে।
ধন্যবাদ