কীভাবে আমি সবার মাঝে জনপ্রিয় হয়ে উঠতে পারি?
কীভাবে আমি সবার মাঝে জনপ্রিয় হয়ে উঠতে পারি?
বর্তমান দুনিয়াতে জনপ্রিয়তা মানে কী জানেন? জনপ্রিয়তা মানে হলো “কাজে আসা”। আপনি যদি কোনো কাজে আসতে পারেন, কোনো একটা সমস্যা সমাধান করার দক্ষতা ও যোগ্যতা আপনার থাকে, আপনি জনপ্রিয় হবেন।
আজ জনপ্রিয়তার উদাহরণ দিতে গেলেই প্রথমে টিকটকারদের নাম চলে আসে। কেন ওরা জনপ্রিয়? অবশ্যই কোনো একটা কারণে। কারণটা পজিটিভ হতে পারে, নেগেটিভও হতে পারে। টিকটকারদের জনপ্রিয়তার পেছনে নেগেটিভটাই বেশি খাটে। কাঁচা বাদাম গানে শুধু একটু নেচেই সিরিয়াল-সিনেমায় একটা মেয়ে এমনিতে ডাক পায় না। অবশ্যই সে কিছু না কিছু একটা করেছে। কী করেছে, কেমন ভ্যালু দিয়েছে, যারা ভিডিও দেখেছেন তারা জানেন।
জনপ্রিয় হওয়ার উপায় বলতে গেলে আপনাকে এখন টিকটক বা ঐরকম ক্রিঞ্জ জিনিসপত্রের দিকে বেশি ঝুকিয়ে দেওয়ার চেষ্টা চলবে। কিন্তু, আমি আবারো বলছি, নেগেটিভ ইমপ্যাক্ট বেশি ওখানে। দয়া করে, ওদিকে যাবেন না।
প্রথমত এক্সপ্লোর করুন। ঘুরে ঘুরে দেখুন কী কী করা যায়, কী কী করতে আপনার ভালো লাগছে। এভাবে একটা ফিল্ড নির্বাচন করুন। তারপর সেই ফিল্ডে যত রকম স্কিল অর্জন করা যায় করুন। আপনাকে আপনার ফিল্ডে সবসময় বেস্ট হওয়ার চেষ্টা করতেই হবে। সময় এমন হবে, যে ঐ কাজের ডাক পড়লে, যদি আপনি রাজী হন, যদি ঐ কাজে নামেন, তাহলে আপনার প্রতিযোগিরা যেন মনে করতে বাধ্য হয়, হ্যাঁ খেলোয়াড় একটা নেমেছে।
সুতরাং, One Of The বেস্ট হতে হবেই। সব ঘাটেই একটু একটু করে পানি খাইয়েন না। যেকোনো এক ঘাটকে আপন করে নেন। সেখানে যত স্কিল লাগে অর্জন করে, বেস্ট হন।
One of The বেস্ট হইলে, আর সবার সামনে তুলে ধরতে পারলে, আপনার জনপ্রিয়তা কেউ ঠেকাতে পারবে না। যখন দেখবেন, আপনার ফিল্ডের জন্য মানুষ আপনাকেই মনে করছে, আপনার সাথেই যোগাযোগ করার চেষ্টা করছে, আপনি জনপ্রিয় হয়ে গেছেন। রীতিমতো সেলিব্রেটি। আর কী চাই?
আপনি আমাকে কোরাতে এমনি এমনি ফলো দিবেন না। ফলো দিতে হইলে আগে আপনি আমার কাছ থেকে কিছু একটা ভ্যালু আশা করবেন। আমি যদি সেটা দিতে পারি, তাহলে আপনি আবার সমস্যা হলে আমার কাছেই আসবেন সমাধান নিতে।
আর এই সমাধান দিতে পারদর্শী হতে আমাকে কী করতে হবে, বেশি বেশি অনুশীলন করতে হবে। বেশি বেশি উত্তর লিখতে হবে। চর্চা করতে হবে। সেইটাই করছি।
আপনিও ঠিক সেইটাই করুন। আশা করি সঠিক পথে জনপ্রিয় হবে।
ধন্যবাদ, আসসালামু আলাইকুম।