|
কীভাবে নিজেকে আত্মবিশ্বাসী করা যায়?
কীভাবে নিজেকে আত্মবিশ্বাসী করা যায়?
Add Comment
১। নিজেকে একজন বাস্তববাদী মানুষ হিসেবে গড়ে তুলুন।
২। যে কোন বিষয় সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা অর্জন করুন।অর্থাৎ ভাসা ভাসা জ্ঞান নিয়ে তর্ক করতে যাবেন না।
৩। মনে রাখতে হবে শুধুমাত্র বই পড়ে কেউ আত্মবিশ্বাসী হয় না।
৪। আত্মবিশ্বাসী হয়ে উঠতে হলে আপনাকে একজন সামাজিক মানুষ হিসেবে আবির্ভূত হতে হবে।
৫। অন্যকে গ্রহণ করার মানসিকতা এবং ভিন্নমতকে সহ্য করার মানসিকতা গ্রো করতে হবে।
৬। নিজেকে সবসময়ই বিজয়ী ভাবুন।
৭। কারো সাথে কথা বলার সময় চোখে চোখ রাখুন।
৮। অন্যের মনস্তত্ত্ব বিবেচনা করে আপনার বক্তব্য পেশ করুন।
৯। মানুষকে জানুন,মানুষের সাথে মিশুন।
১০। মাঝে মাঝে ইচ্ছাকৃতভাবে অপরিচিত লোকদের সাথে আড্ডা দিন।
১১। নিজেকে সবসময় চাঙ্গা রাখুন।
১২। চেষ্টা করবেন- জীবনকে উপভোগ করার জন্য।
১৩। নিজেকে ভুলেও অন্যের সাথে তুলনা করতে যাবেন না।
১৪। সাহসী লোকদের সাথে চলাফেরা করুন,ভীরু লোকদের এড়িয়ে চলুন।
১৫। সবসময়ই ইতিবাচক থাকুন।
১৬। নিজের সম্পর্কে পরিপূর্ণ ধারণা অর্জন করুন।
১৭। নিজের দুর্বল এবং সবল দিকগুলো সম্পর্কে ঘাঁটাঘাঁটি করুন।
১৮। কেউ ব্যক্তিগত আক্রমণ করলে- পাল্টা আক্রমণ না করে তার সাথে মজা নিন।