কীভাবে বুঝবো কোন ব্যক্তি প্রতিভাধর (জিনিয়াস)?
কীভাবে বুঝবো কোন ব্যক্তি প্রতিভাধর (জিনিয়াস)?
প্রথমেই বলে রাখি যে কোনো ব্যাক্তি জিনিয়াস মানেই যে শুধুমাত্র পড়াশোনাতেই জিনিয়াস একদমই তা নয় ৷ এটা যেকোনো কর্মক্ষেত্রে হতে পারে। তবে আমি যেসব পয়েন্টগুলি তুলে ধরব সেগুলো মূলত পড়াশোনা ভিত্তিক:-
১) সৃজনশীল | সৃষ্টিশীলতা ( Creativity) :- জিনিয়াস ব্যক্তিরা মূলত ক্রিয়েটিভ ধরনের হয়ে থাকে, অর্থাৎ কোনো জিনিসকে নতুন করে ভাবতে ও সৃষ্টি করতে চায় ৷ ধরুন কোনো প্রশ্নের উত্তরকে সম্ভ্যাব্য সকল প্রকারে ভাবতে শুরু করে ৷
২) কৌতূহলী:- জিনিয়াস ব্যক্তিরা সবকিছুকে জানার ও বোঝার চেষ্টা করে এবং আরও ও আরও জানতে ও শিখতে চায় ৷ এবং এদের আই কিউ ( Intelligence quotient) সাধারনের তুলনায় বেশি হয়ে থাকে।
৩) মজাদার :- জিনিয়াস ব্যক্তিরা সাধারনত ফানি বা মজাদার এবং খোলা মনের হয়ে থাকেন ৷
৪) পরিবর্তনশীল :- জিনিয়াস ব্যক্তিরা তাদের চিন্তাভাবনাকে এক জায়াগায় সীমাবদ্ধ করে রাখেন না ৷ নানারকম প্রকারে নতুন জিনিস ভাবতে চান ৷
৫) স্ব- নিয়ন্ত্রন ক্ষমতা ( Highly self control) :— জিনিয়াস ব্যক্তিরা কোনোকিছুতে গা এলিয়ে দেয় না। তাদের একটা নিজস্ব চিন্তা ভাবনা থাকে ৷ এবং এরা সাধারনত খারাপ কিছু থেকে নিজেদের সংযত রাখে।
বলাবাহুল্য, এটি একটি সমীক্ষার রিপোর্ট মাত্র সুতরাং জিনিয়াস হতে হলে যে শুধুমাত্র উল্লিখিত পয়েন্ট গুলিই থাকতে হবে বা এগুলো যে জিনিয়াস ব্যাক্তিদেরই লক্ষন তার কোনো মানে নেই।