কীভাবে স্মার্টফোন বা ট্যাব দ্রুত চার্জ দেয়া যায়?

কীভাবে স্মার্টফোন বা ট্যাব দ্রুত চার্জ দেয়া যায়?
Add Comment
1 Answer(s)

    বর্তমানের স্মার্টফোন বা ট্যাবগুলোর একটি বহুল পরিচিত সমস্যা হলো চার্জ না থাকা। চার্জ না থাকা সমস্যার সমাধান যেহেতু এখনো পাওয়া যায়নি, তাই এর ব্যবহারকারীদের অন্যতম লক্ষ্য থাকে কীভাবে এই ডিভাইসগুলো দ্রুত চার্জ দেয়া যায়। কারণ একটি সাধারণ স্মার্টফোনের ব্যাটারি ফুল চার্জ হতে কমপক্ষে ৫-৬ ঘণ্টা সময় লাগে। এক্ষেত্রে কিছু পদ্ধতি সম্পর্কে জেনে নিন যেগুলোতে আপনি চাইলেই আপনার স্মার্টফোন বা ট্যাবে দ্রুত চার্জ করে নিতে পারেন।

    ১. Airplane Mode এ ডিভাইস রাখুন (enable Airplane mode) :

    স্ট্যান্ডবাই মোডে চার্জ দেয়া অবস্থায় আমাদের স্মার্টফোনগুলোতে নেটওয়ার্ক কার্যকলাপ সক্রিয় থাকে যা বেশ কিছুটা চার্জ শেষ করে ফেলে। Airplane Mode এ ডিভাইস চার্জ দিলে সকল নেটওয়ার্কিং কার্যকলাপ বন্ধ হয়ে যায়, এতে স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা দ্রুত চার্জ হয়। আর আরও দ্রুত চার্জ করতে চাইলে ডিভাইস সম্পূর্ণ বন্ধ করে নিন।

    ২. ল্যাপটপ/ডেস্কটপের পোর্টে চার্জ দিবেন না (avoid computers USB port) :

    আমাদের অনেকেই ল্যাপটপ বা ডেস্কটপের ইউএসবি পোর্টে (USB port) মোবাইল চার্জ দেয়ার অভ্যাস থাকে। যদি হাতে দীর্ঘ সময় থাকে তাহলে এ অভ্যাস কোন সমস্যার কারণ নয়। কিন্তু দ্রুত মোবাইল চার্জ করতে চাইলে অরিজিনাল চার্জার দিয়ে দেয়ালে থাকা সকেটে চার্জ দিন।

    ৩. ব্যবহার করুন দুটি ইউএসবি কানেক্টর সম্বলিত চার্জার (use dual port micro USB cable) :

    যদি আপনার মোবাইলের অরিজিনাল চার্জার না থাক তবে দুটি ইউএসবি কানেক্টর সম্বলিত চার্জার ব্যবহার করুন। এ ধরণের চার্জার ইউএসবি পোর্ট থেকে স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণে বিদ্যুৎ গ্রহণ করে মোবাইলে পাঠিয়ে দেয় যা দ্রুত চার্জ হওয়ার জন্য সহায়ক।

    ৪. অপ্রয়োজনীয় এপ্লিকেশন ডিলিট করুন (remove unwanted apps) :

    এমন অনেক এপ্লিকেশন আছে যা ব্যবহারকারীর অজান্তেই ব্যাকগ্রাউন্ডে রান হতে থাকে। ফলে প্রসেসরকে কাজ করতে হয় বেশি। আর এতে খরচ হতে থাকে চার্জও। যদি মোবাইল Airplane Mode এ না রাখতে চান, তাহলে সকল অপ্রয়োজনীয় এপ্লিকেশন , গেমস, wifi, গুগল ম্যাপ ইত্যাদি বন্ধ বা ডিলিট করে দিন। ধন্যবাদ

    Professor Answered on July 26, 2015.
    Add Comment
  • RELATED QUESTIONS

  • POPULAR QUESTIONS

  • LATEST QUESTIONS

  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.