কেউ আমাকে অকারণে ভুল বুঝলে, কী করব?
কেউ আমাকে অকারণে ভুল বুঝলে, কী করব?
মানুষ ভূল বোঝে কখন? একটা মানুষ অন্য আরেকটা মানুষকে তখনই ভূল বোঝে যখন সে তাকে আগের থেকে পছন্দ কম করে কিংবা;সম্পর্কে কোনো একটা গ্যাপ সৃষ্টী হয়।।
আবার অনেক মানুষ আছে যারা নিজ ইচ্ছাকৃত ভাবেই ভূল বোঝার এক্টিং করে সেই ব্যাক্তি থেকে দূরে থাকে।।
এখন কথা হলো আপনার করনিয় কি?
যদি সে আসলেই ভূল বসত আপনাকে ভূল বোঝে তাহলে আপনার করনীয় হবে যে গ্যাপ টা কোথায় সেটা আগে খুঁজে বের করা।।কিভাবে গ্যাপ টা তৈরি হলো সেটা বুঝে নেওয়া।।বেশিরভাগ ক্ষেত্রেই এখানে একজন তৃতীয় পক্ষের হাত থাকে।।আর সেটা আপনি কিংবা যে আপনাকে ভূল বুঝতেছে সে নিজেও বুঝতে পারেনা।।য়াপনি একটু যাচাই বাচাই করে দেখুন যে সেরকম কোনো ব্যাক্তি দূরত্ব বজায় রেখে আপনাদের সাথে সেফ প্লে করছে কিনা।।
তাকে আপনার দৃষ্টিকোনে নিয়ে আসুন।।তারপর তাকে বোঝান যে সে ভূল করছে।।
যদি উপরোক্ত কোনো কারন ঘটে থাকে তাহলে আপনার দ্বায়িত্ব হবে যে তার সেই ভূলটা তাকে ধরিয়ে দেওয়া।।আর সেটা হবে সম্পুর্ন সত্যের ভিত্তিতে।।মনে রাখবেন যে এমনিতেই মানুষটা আপনাকে ভূল বুঝেছে ,এই পরিস্থিতে আপনি যদি তাকে ভূল প্রমাণ করার জন্য নিজে কোনো ভূল পন্থা অবলম্বন করেন সেক্ষেত্রে ব্যাপারটা খুবই জঘন্যতম একটা পর্যায়ে রূপ নিবে।
আর যদি আপনি কোনো গ্যাপ কিংবা মিসআন্ডাস্ট্রেন্ডিং খুঁজে না পান সেক্ষেত্রে আপনি শিউর থাকবেন যে সে আপনাকে ইচ্ছাকৃত ভাবেই ভূল বুঝছে।।আর এটার কোনো ঔষধ নেই।।সে যে আপনাকে ইচ্ছাকৃত ভাবে ভূল বুঝছে এটাকে কেন্দ্র করে আপনার মন থেকে একটা মতামত তাকে শান্ত ভাবে বুঝিয়ে বলুন।।তারপর তার সাথে যোগাযোগ একটু লাইট করে ফেলুন।।সময় নিন…সময়ই সব কিছু ঠিক করে দিবে।।আর সে যদি সত্যিই আপনাকে অল্প পরিসরে হলেও আপনাকে ভালোবেসে থাকে কিংবা পছন্দ করে থাকে তাহলে সে পরবর্তিতে তার নিজের ভূল বুঝতে পেরে নিজেই নিজের কাছে লজ্জিত হবে আর আপনার কাছে তার সেই ইচ্ছাকৃতভাবে ঘটানো ভূল বুঝাবুঝির জন্য যে দুক্ষ প্রকাশ করবে।।
তখন তাকে ক্ষমা করে দিয়ে আপনি আপনার মহত্য প্রকাশ করবেন …।